সোমবার আইসিএসই ও আইএসসি-র ফল প্রকাশ, জেনে নিন কীভাবে জানবেন
সোমবার প্রকাশিত হচ্ছে আইসিএসই ও আইএসসি-র দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল। ফলাফল প্রকাশিত হবে আজ দুপুর ৩টে নাগাদ। ফল জানা যাবে বোর্ডের ওয়েবসাইট cisce.org থেকে। এছাড়া results.nic.in সাইট থেকেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
নিজস্ব প্রতিবেদন: সোমবার প্রকাশিত হচ্ছে আইসিএসই ও আইএসসি-র দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল। ফলাফল প্রকাশিত হবে আজ দুপুর ৩টে নাগাদ। ফল জানা যাবে বোর্ডের ওয়েবসাইট cisce.org থেকে। এছাড়া results.nic.in সাইট থেকেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
আরও পড়ুন-রবিবারের বারবেলায় বৃষ্টিতে স্নান করল ৫ জেলা
এসএমএস-এর মাধ্যমেও জানা যাবে পরীক্ষার ফল। এক্ষেত্রে পরীক্ষার্থীদের আইডি কোড এসএমএস করতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে।
আরও পড়ুন-ক্যারিশ্মার জোরেই তিনি উত্তরবঙ্গের ‘কেষ্টা দা’! চেনেন তাঁকে?
উল্লেখ্য, এ বছর ২৬ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত আইসিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হয়। অন্যদিকে, আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হয় ৭ ফেব্রুয়রি থেকে ২ এপ্রিল পর্যন্ত। এ বছরে আইসিএসই ও আইএসসি-র পরীক্ষায় বসেছিলেন ১৬ লাখেরও বেশি পরীক্ষার্থী।