একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সবগুলির তথ্যই জমা দিতে হবে আইটি রিটার্নে

Updated By: Aug 8, 2017, 04:17 PM IST
একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সবগুলির তথ্যই জমা দিতে হবে আইটি রিটার্নে

ওয়েব ডেস্ক : আপনার কি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে? তাহলে সাবধান। নতুন নিয়মে আপনি কিন্তু পড়তে পারেন বিপদে।

নতুন নিয়ম অনুযায়ী, আপনার যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তাহলে ইনকাম ট্যাক্স রিটার্নে এই সমস্ত অ্যাকাউন্টের তথ্য জানাতে হবে৷ আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রেও বেশ কয়েকটি বদল আনা হয়েছে৷ যদি কেউ এই নিয়ম না মানে তাহলে তার বিরুদ্ধে আয়কর বিভাগ কড়া পদক্ষেপ নিতে পারে৷ এমনকি ট্যাক্সের পাশাপাশি ৩০০ শতাংশ পর্যন্ত পেনাল্টিও দাবি করা হতে পারে ৷

২০১৬-১৭ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম বদল করা হয়েছে৷ এখন থেকে সমস্ত ব্যাঙ্কের তথ্য দিতে হবে করদাতাদের ৷ ৩১ জুলাই পর্যন্ত আপনার যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রয়েছে তার তথ্য জমা দিতে হবে৷ (আরও পড়ুন-SBI-এর পর সুদের হার কমাল ব্যাঙ্ক অফ বরোদা ও কোটাক মাহিন্দ্রাও)

.