গুজরালের শারীরিক অবস্থার অবনতি
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরালের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের সমস্যার কারণে শনিবার তাঁকে গুরগাঁওয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তাঁর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হওয়ায় ভেন্টিলেশনে রাখতে হয় বলে জানানো হয়েছে। বেশ কয়েক দিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না ৯২ বছরের গুজরাল। ফুসফুসের সংক্রমণের জেরে ঠিকমত কথাও বলতে পারছিলেন তিনি। এরপরই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরালের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের সমস্যার কারণে শনিবার তাঁকে গুরগাঁওয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তাঁর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হওয়ায় ভেন্টিলেশনে রাখতে হয় বলে জানানো হয়েছে। বেশ কয়েক দিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না ৯২ বছরের গুজরাল। ফুসফুসের সংক্রমণের জেরে ঠিকমত কথাও বলতে পারছিলেন তিনি। এরপরই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার আই একে গুজরালের ছেলে তথা সাংসদ নরেশ গুজরাল জানান, তাঁর বাবা বিশেষ ভাল নেই। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ওষুধে কাজ হচ্ছে, দ্রুত সুস্থ হয়ে উঠছেন গুজরাল। একবছরেরও বেশি সময় ধরে তাঁর ডায়ালেসিস চলছে৷ গুজরালের দ্রুত আরোগ্য কামনা করেছেন সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরাই। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ১৯৯৭ সালের এপ্রিলে দেশের দ্বাদশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন আই কে গুজরাল। এগারো মাস তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন।