ভারতে আসছে আইকিয়া

সুইডেনের আসবাব এবং গৃহসজ্জা সামগ্রীর মাল্টিন্যাশনাল সংস্থা আইকিয়া ভারতে ১.৫ বিলিয়ন ইউরো (প্রায় ১০ হাজার ৫০০ কোটি টাকা) বিনিয়োগ করতে চলেছে।

Updated By: Jun 22, 2012, 09:38 PM IST

সুইডেনের আসবাব এবং গৃহসজ্জা সামগ্রীর মাল্টিন্যাশনাল সংস্থা আইকিয়া ভারতে ১.৫ বিলিয়ন ইউরো (প্রায় ১০ হাজার ৫০০ কোটি টাকা) বিনিয়োগ করতে চলেছে।
প্রথম পর্যায় চার হাজার দু'শ কোটি টাকা বিনিয়োগে ২৫টি শোরুম খুলতে চলেছে তারা। শিল্প ও বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই আইকিয়া সরকারের কাছে ১০০ শতাংশ ভারতীয় ভেঞ্চারের অনুমতি চেয়েছে।
শুক্রবার সেন্ট পিটার্সবার্গে বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে সংস্থার সিইও এবং প্রেসিডেন্ট এক ওহলসনের সঙ্গে বৈঠকের পর আইকিয়ার ভারতে বিনিয়োগের কথা জানানো হয়।

.