নোট বদলেও জালিয়াতির ছায়া দেখছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ

নোট বদলেও জালিয়াতির ছায়া দেখছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কগুলির নজরে এসেছে অসাধুদের কারচুপি। একই ব্যক্তি একই দিনে বিভিন্ন ব্রাঞ্চ থেকে বদলাচ্ছেন লক্ষ লক্ষ টাকার পুরনো নোট। নোট বদলাতে কোথাও কোথাও  নিয়োগ করা হচ্ছে লোকও। ব্যাঙ্কের কাছ থেকে বিষয়টি জানার পর আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন RBI কর্তারা। শিগগিরই জারি হতে পারে নতুন নির্দেশিকা।

Updated By: Nov 12, 2016, 10:58 PM IST
নোট বদলেও জালিয়াতির ছায়া দেখছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ

ওয়েব ডেস্ক: নোট বদলেও জালিয়াতির ছায়া দেখছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কগুলির নজরে এসেছে অসাধুদের কারচুপি। একই ব্যক্তি একই দিনে বিভিন্ন ব্রাঞ্চ থেকে বদলাচ্ছেন লক্ষ লক্ষ টাকার পুরনো নোট। নোট বদলাতে কোথাও কোথাও  নিয়োগ করা হচ্ছে লোকও। ব্যাঙ্কের কাছ থেকে বিষয়টি জানার পর আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন RBI কর্তারা। শিগগিরই জারি হতে পারে নতুন নির্দেশিকা।

আরও পড়ুন- খুচরো বাজারে ধস, কোথায় যাচ্ছে এই বাতিল টাকা?

উল্লেখ্য, জাল নোট জমা দিতে এসে ধরা পড়ল কি না 'ব্যাঙ্ক অফিসারেরই ছেলে'। আর ছেলে বলল, এই টাকা তার বাবার। আপাতত সুমিত নামে ওই যুবক পুলিসের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলাও। ফলে অবস্থা বেশ জটিল অনুমান করছে শীর্ষ ব্যাঙ্ক।

আরও পড়ুন-আসল ২০০০ টাকার নোট চিনে নেবেন কীভাবে?

.