ভারতের আর্থিক বৃদ্ধি ২০২১-২২ সালে নেমে যাবে ৯.৫ শতাংশে, দাবি IMF-এর

করোনা না হলে প্রতি বছর দেশের জিডিপি বাড়তো ৬ শতাংশ

Updated By: Jul 27, 2021, 10:26 PM IST
ভারতের আর্থিক বৃদ্ধি ২০২১-২২ সালে নেমে যাবে ৯.৫ শতাংশে, দাবি IMF-এর

নিজস্ব  প্রতিবেদন: করোনায় কাবু দেশের অর্থনীতি। এর মধ্যেই খারাপ খবর দিল ইন্টারন্যাশানাল মনেটারি ফান্ড(IMF)। শুধু তাই নয় যে আইএমএফ এক সময় বলেছিল ২০২১-২২ আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধি হতে পারে ১২.৫ শতাংশ। মঙ্গলবার বলা হল আর্থিক বৃদ্ধি হতে পারে মোটে ৯.৫ শতাংশ।

আরও পড়ুন-মামলায় পক্ষ হতে চেয়ে হাইকোর্টে আবেদন NHRC-র 'দাগী দুষ্কৃতী' জ্যোতিপ্রিয়-পার্থর

কেন ভারতের আর্থিক বৃ্দ্ধি প্রায় ৩ শতাংশ কমবে বলে মনে করছে আইএমএফ? বলা হচ্ছে, এর প্রধান কারণ করোনার দ্বিতীয় ঢেউ। আইএমএফের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'মার্চ থেকে মে মাস পর্যন্ত করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্যই ভারতের আর্থিক বৃদ্ধি কমবে। তবে তা খুব ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে। '

বিশেষজ্ঞদের অভিমত, আইএমএফের কথা মানলে ২০২১-২২ আর্থিক বছরে দেশের আর্থিক বৃদ্ধি ৯.৫ শতাংশে থমকে যাওয়ার অর্থ কোভিড পরিস্থিতিতে গত ২ বছরে ভারতের জিডিপি ১০ শতাংশ কমে যাওয়া। করোনা না হলে প্রতি বছর দেশের জিডিপি বাড়তো ৬ শতাংশ।

আরও পড়ুন-বাড়ল আশঙ্কা! শিলিগুড়িতে মিলল করোনার ডেল্টা ও ইউকে প্রজাতির সন্ধান

এদিকে, ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ভারত ভালো কিছু আশা করতে পারে বলে মনে করছে আইএমএফ। এক্ষেত্রে ভারতের আর্থিক বৃদ্ধি হতে পারে ৬.৯-৮.৫ শতাংশ। 

অন্যদিকে, ভারত ছাড়াও দুনিয়ার অন্যান্য দেশের আর্থিক বৃদ্ধিরও পূর্বাভাস দিয়েছে আইএমএফ। বলা হয়েছে ২০২১-২২ আর্থিক বছরে করোনার কারণে চিনের আর্থিক বৃদ্ধি কমবে ০.৩ শতাংশ, সৌদি আরবের ০.৫ শতাংশ।  

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.