রাজনৈতিক দলের তহবিলে নগদে ২ হাজারের বেশি অনুদান নয়, হুঁশিয়ারি আয়কর দফতরের

রাজনৈতিক দলের তহবিল সংগ্রহে বেশ খানিকটা বাধা হয়ে দাঁড়াল আয়কর দফতর। অনুদানের নাম করে দলের তহবিলে বিপুল টাকা চাঁদা দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে চলেছে আয়কর দফতরের একটি বিজ্ঞপ্তি।

Updated By: Jan 23, 2018, 03:50 PM IST
রাজনৈতিক দলের তহবিলে নগদে ২ হাজারের বেশি অনুদান নয়, হুঁশিয়ারি আয়কর দফতরের

নিজস্ব প্রতিবেদন: রাজনৈতিক দলের তহবিল সংগ্রহে বেশ খানিকটা বাধা হয়ে দাঁড়াল আয়কর দফতর। অনুদানের নাম করে দলের তহবিলে বিপুল টাকা চাঁদা দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে চলেছে আয়কর দফতরের একটি বিজ্ঞপ্তি।

আয়কর দফতরের তরফে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে, কোনও রাজনৈতিক দলকে অনুদান হিসেবে নগদে ২ হাজার টাকার বেশি দেবেন না।

সরকারকে এড়িয়ে অনুদানের নামে করে বিপুল টাকা লেনদেনের বহু অভি‌যোগ উঠেছে অধিকাংশ রাজনৈতিক দলের বিরুদ্ধে। এবার তা রুখতেই কড়া দাওয়াই দিল আয়কর দফতর। দফতরের তরফে একটি বিজ্ঞাপণ দিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে, কোনও রাজনৈতিক দল বা ট্রাস্টকে নগদে ২ হাজার টাকার বেশি অনুদান দেবেন না।

আরও পড়ুন-পূর্ণ কার্যকাল ক্ষমতায় থাকবে আমার সরকার, দাভোসে বললেন ফড়নবীস

ওই বিজ্ঞাপনে আরও বেশকিছু বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, একদিনে কোনও একজন ব্যক্তির কাছ থেকে সবেমিলিয়ে ২ লাখ টাকার বেশি নগদে নেবেন না। কোনও অস্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নগদে ২০ হাজারের বেশি নেওয়া ‌যাবে না। ব্যবসা বা কোনও খরচের ক্ষেত্রে ১০ হাজার টাকার বেশি নগদে লেনদেন করবেন না।

.