২০১৮-১৯ সালে দেশের আর্থিক বৃদ্ধি হতে পারে ৭.৫% : ইকোনমিক সার্ভে

সোমবার সংসদে অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাজেট অধিবেশন। এদিন পেশ করা হয়েছে ইকোনমিক সার্ভের রির্পোট

Updated By: Jan 29, 2018, 03:06 PM IST
২০১৮-১৯ সালে দেশের আর্থিক বৃদ্ধি হতে পারে ৭.৫% : ইকোনমিক সার্ভে

নিজস্ব প্রতিবেদন: বিশ্বব্যাঙ্কের পর এবার মোদী সরকারের জন্য আশার কথা শোনাল ইকোনমিক সার্ভে। দেশের আর্থিক বৃদ্ধির হার আগামী ২০১৮-১৯ আর্থিক বছরে হবে ৭-৭.৫ শতাংশ এমনটাই মনে করা হচ্ছে ওই সমীক্ষায়। গত বছর এই হার ছিল ৬.৭৫ শতাংশ। ফলে, এবছর বাজেট পেশের আগেই সরকারকে বড়সড় সার্টিফিকেট দিয়ে দিল ইকোনমিক সার্ভে।

আরও পড়ুন-ঘাসফুল বনাম পদ্মকাঁটা! নোয়াপাড়া ও উলুবেড়িয়া উপনির্বাচনের লাইভ আপডেট

সোমবার সংসদে অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাজেট অধিবেশন। এদিন পেশ করা হয়েছে ইকোনমিক সার্ভের রির্পোট। ওই রিপোর্টে বলা হয়েছে, গত বছর সরকার একগুচ্ছ আর্থিক সংস্কার কর্মসূচিতে হাত দিয়েছে। এর ফলে দেশের আর্থিক বৃদ্ধি আগামী অর্থবর্ষে ৭.৫ শতাংশ প‌র্যন্ত হতে পারে। ফলে গোটা বিশ্বে দ্রুত গতিতে বাড়তে থাকা অর্থনীতির খেতাব ফিরে পাবে ভারত।

ইকোনমিক সার্ভের সমীক্ষায় বলা হয়েছে, মুদ্রাস্ফীতি কম থাকা সহ একাধিক কারণে ২০১৪-১৫ আর্থিক বছর থেকে ২০১৭-১৮ আর্থিক বছরে গড়ে ৭.৩ শতাংশ হারে আর্থিক বৃদ্ধি হয়েছে।   

.