'অব তক ছাপ্পান্ন' লক্ষ দেশের মোট করোনার সংখ্যা, সুস্থতার হার ৮১ শতাংশ

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৩,৫২৭। মৃত্যু হয়েছে ১০৮৫ জনের। মোট আক্রান্ত দাঁড়াল ৫৬ লক্ষ ৪৬ হাজার। মৃত ৯০ হাজার

Updated By: Sep 23, 2020, 12:47 PM IST
'অব তক ছাপ্পান্ন' লক্ষ দেশের মোট করোনার সংখ্যা, সুস্থতার হার ৮১ শতাংশ
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। একদিনে সংক্রমণও নয়ের গণ্ডি থেকে বেরিয়ে আটের ঘরে। বৃদ্ধি পেয়েছে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা। সঙ্গে কমছে মৃত্যুর হারও। এই মুহূর্তে এটাই দেশের করোনা পরিস্থিতির সারবস্তু। 

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৩,৫২৭। মৃত্যু হয়েছে ১০৮৫ জনের। মোট আক্রান্ত দাঁড়াল ৫৬ লক্ষ ৪৬ হাজার। মৃত ৯০ হাজার। সরকারি রিপোর্ট বলছে, মৃত্য়ুর হার ১.৫৯ শতাংশ। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮১ শতাংশে। এখনও পর্যন্ত ৪৫ লভ ৪৭ হাজার মানুষ সুস্থ হয়েছেন। 

আরও পড়ুন- দেশের বৃহত্তম ফিল্ম সিটি তৈরি হবে 'হস্তিনাপুরে', ঘোষণা যোগীর

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, করোনা পরীক্ষার হার বৃদ্ধির উপর সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে। একদিনে ১২ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে। সরকারের এই পদক্ষেপ নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মোট সাড়ে ৬ কোটি করোনা পরীক্ষা সম্ভব হয়েছে বলে খবর। এই মুহূর্তে সংক্রমণের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত। দিনে সংক্রমণ নিরিখে বিশ্বে প্রথম হলেও সুস্থতার হারে এগিয়ে রয়েছে ভারত। 

.