কাশ্মীর সমস্যা সমাধানে রাষ্ট্রসংঘ প্রধানের মধ্যস্থতার প্রস্তাব ফেরাল ভারত

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, কাশ্মীর নিয়ে তৃতীয় কোনও পক্ষের জায়গা এখানে নেই

Updated By: Feb 17, 2020, 02:06 PM IST
কাশ্মীর সমস্যা সমাধানে রাষ্ট্রসংঘ প্রধানের মধ্যস্থতার প্রস্তাব ফেরাল ভারত

নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে রাষ্ট্রসংঘ মহাসচিবকেও মধ্যস্থতা করতে দিতে রাজি নয় ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের পর রাষ্ট্রসংঘ মহাসচিব আন্তোনিয়ো গুতেরেজের মধ্যস্থতার প্রস্তাব ওড়াল ভারত। পাশাপাশি উল্টো চাপ দিয়েছে দিল্লি। বলা হয়েছে, কাশ্মীরের যে অংশ পাকিস্তান দখল করে রেখে দিয়েছে তা খালি করার ব্যবস্থা করুর রাষ্ট্রসংঘ।

আরও পড়ুন-ফরাক্কা সেতুর নকশাতে ভুল জেনেও কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ ছিল, স্বীকারোক্তি সাইট ইনচার্জের

উল্লেখ্য, কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মহাসচিব গুতেরেজ। তাঁর কথা মতো কাশ্মীরে যা চলছে তা গভীর উদ্বেগের। তাঁর ওই মন্তব্যের পরই মুখ খুলল ভারত।

বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, কাশ্মীর নিয়ে ভারতের নীতির কোনও বদল হয়নি। এনিয়ে আগেও ভারত যা বলেছিল তা আজও একই রয়েছে। ভবিষ্যতেও থাকবে। বরং পাকিস্তান কাশ্মীরের যে অংশটা দখল করে রেখেছে সেটা নিয়েই আলোচনা হওয়া প্রয়োজন। কাশ্মীর নিয়ে কোনও সমস্যা হলে তা দ্বিপাক্ষিক স্তরে মিটিয়ে নেওয়া হবে। তৃতীয় কোনও পক্ষের জায়গা এখানে নেই।

আরও পড়ুন-সেনাবাহিনীর স্থায়ী পদে এবার মহিলারাও, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলার পর বালাকোটে বায়ুসেনার অভিযান, কাশ্মীরে ৩৭০ ধারা রদের পরও উত্তেজনা রয়েছে কাশ্মীরে। এনিয়ে গুয়েতেরেজ বলেন, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কম করতে হবে। দুপক্ষকেই সর্বাধিক সংযম দেখাতে হবে।

Tags:
.