চিনকে প্রয়োজনে যুদ্ধের ভাষাতেই জবাব দিতে হবে ভারতের : বাবা রামদেব

Updated By: Aug 13, 2017, 04:01 PM IST
চিনকে প্রয়োজনে যুদ্ধের ভাষাতেই জবাব দিতে হবে ভারতের : বাবা রামদেব

ওয়েব ডেস্ক : চিনের বিরুদ্ধে যুদ্ধের জন্য সমস্ত দিক থেকে প্রস্তুত থাকা উচিত ভারতের। আজ ডোকা লা ইস্যুতে এমনই মন্তব্য করেন যোগগুরু বাবা রামদেব। তিনি বলেন, ''ডোকা লা নিয়ে চিন যদি কোনওভাবে শান্তিপূর্ণ অবস্থানে না আসে, তাহলে এবার শক্তি প্রদর্শনে যেতে হবে ভারতকে।''

বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বিষয়ক একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বাবা রামদেব। নিজের বক্তব্যে যোগগুরু বলেন, ''চিন যদি কোনওদিন শান্তির পথে হাঁটত, তাহলে দলাই লামাকে ভারতে আশ্রয় নিতে হত না।'' তাঁর কথায়, ''ভারত যতবারই চিনের সঙ্গে শান্তির পথে হাঁটতে চেয়েছে, ততবারই তারা যুদ্ধের আবহ তৈরি করেছে। আর চেয়েছে ভারতও সেই ভাষাতেই কথা বলুক।''

আজ তিনি সরাসরি বলেন, ''চিন যদি শান্তির বার্তা না মানতে চায়, তাহলে আমাদের উচিত তাদের যুদ্ধের ভাষাতেই জবাব দেওয়া। আর তার জন্য ভারতকে এখনই সবদিক থেকে প্রস্তুত থাকতে হবে।'' বর্তমান পরিস্থিতিতে ভারতীয়দের চিনা সামগ্রী বয়কট করার আহ্বান জানান বাবা রামদেব।

আরও পড়ুন- ডোকা লা ইস্যুতে থমকে মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপার কাজ

.