সক্ষম পরমাণু অস্ত্র বহনে, অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ওড়িশায়
দুই স্তরের এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনেও সক্ষম
নিজস্ব প্রতিবেদন: বিশাল পাল্লা। পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত।
আরও পড়ুন-সেনা পাথর ছোড়া ও গাল দেওয়া যায়, আর কত স্বাধীনতা চাই? নাসিরুদ্দিনকে প্রশ্ন অনুপমের
রবিবার সকাল সাড়ে আটটায় ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে উত্ক্ষেপণ করা হয়েছে অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রকে। আধুনিক এই আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪০০০ কিলোমিটার। লম্বায় এটি ২০ মিটার। ওজন ১৭ টন। আকাশে ওড়ার পরও এই ক্ষেপণাস্ত্রের গতিপথ বদল করা যাবে।
অগ্নি-৪ সিরিজের এই ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা হয় ২০১৪ সালের ২০ জানুয়ারি। দুই স্তরের এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। আধুনিক এই অস্ত্রের টার্গেটে আঘাত হানার ক্ষমতা অবিশ্বাস্য। এই ক্ষেপণাস্ত্রে দেওয়া হয়েছে স্টেজ অব দ্যা আর্ট অ্যাভিয়েশন, ফিফথ জেনারেশেন অনবোর্ড কম্পিউটার ও ডিস্চ্রিবিউটেড আর্কিটেক্চার প্রয়ুক্তি।
আরও পড়ুন-রবিবারের সকালে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন সল্টলেকে
১৯৮০ সালে অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রের পরিকল্পনা করে প্রতিরক্ষা মন্ত্রক। উদ্দেশ্য ছিল প্রতিবেশি দেশগুলির চাপা হুমকি কম করা।