ভারতের আস্তিনে আরও তিন রাফাল যুদ্ধবিমান

তিন থেকে চারটি রাফাল জেট পেতে চলেছে ভারত

Updated By: Oct 17, 2020, 03:46 PM IST
ভারতের আস্তিনে আরও তিন রাফাল যুদ্ধবিমান

নিজস্ব প্রতিবেদন: সীমান্ত নিয়ে ভারত-চিনের এই দ্বৈরথের  মধ্যেই ভারতীয়  বায়ুসেনার জন্য সুখবর। তিন থেকে চারটি রাফাল জেট পেতে চলেছে তারা। যা খবর, তাতে নভেম্বরের প্রথম দিকেই ফ্রান্স থেকে হরিয়ানার আম্বালা এয়ারবেসে সেগুলি এসে পৌঁছে যাচ্ছে।

২০১৬ সালের চুক্তির নিরিখে ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে মোট ৩৬টি রাফাল ভারত পাবে। সেপ্টেম্বরে পাঁটটি এসে গিয়েছে। এখন আসছে তিনটি। অর্থাৎ, অচিরেই ৮টি রাফাল জেটের মালিক ভারতীয় প্রতিরক্ষা কিন্তু তার ঝগড়ুটে প্রতিবেশীদের দিকে ছুঁড়ে দেবে নীরব চ্যালেঞ্জ। 

আরও পড়ুন:  এই ব্লাড গ্রুপের মানুষদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কম, দাবি গবেষণাপত্রে

.