রাশিয়ার কাছ থেকে ২৪০ শক্তিশালী বোমা কিনছে ভারত
এটিকে সুখোই যুদ্ধবিমানে জুড়ে দেওয়া যায়
ওয়েব ডেস্ক: রাশিয়ার থেকে ২৪০ প্রিসিশন গাইডেড বোমা কিনছে ভারত। রাশিয়ার রোসোবোরন এক্সপোর্ট থেকে ওইসব বোমা কিনতে খরচ হবে ১,২৫৪ কোটি টাকা।
গত কয়েক বছরে গোটা দুনিয়ায় অস্ত্র কেনার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রক ওইসব কেএবি-১৫০০ বোমা কেনার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে। এইসব বোমার বিশেষত্ব হল এটিকে সুখোই ৩০ এমকেআই ফাইটার জেটে ফিট করা যায়। এর পাশাপাশি ইজরায়েল থেকে ১৩১ বারাক মিসাইল কেনার কথাও জানিয়েছে।
আরও পড়ুন-ম্যান্ডেলার দেশে 'দাদাগিরি' ভারতীয় বোলারদের, জয়ের জন্য দরকার ২০৮
কি সুবিধা রয়েছে কেএবি-১৫০০ বোমায়?
এটিকে সুখোই যুদ্ধবিমানে জুড়ে দেওয়া যায়।
রেল লাইন, ব্রিজ, অস্ত্রভাণ্ডার, সেনা ছাউনি, জাহাজে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে।
ওজন ১১০০ কেজি।
বোমাটি ফেলার পরও এটিকে গাইড করা যায়। মাটিতে নেমে আসার সময়ে টার্গেট বদল করে ৮ কিলোমিটার দূরে অন্য নিসানায় আঘাত হানতে পারে। ফলে যুদ্ধবিমান লক্ষ্যবস্তুর কাছাকাছি না গিয়েও আঘাত হানতে পারে। এই বোমা সিরিয়ায় ব্যবহার করেছিল রাশিয়া।