Indian Economy: আগামী পাঁচ বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত!

Indian Economy: ২০২৭ সাল। খুব বেশি দেরি নয়। মাত্র পাঁচ বছর। এরই মধ্যে ভারতের ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আসছে বলে শোনা যাচ্ছে। ভারত বিশ্বে শক্তিশালী অর্থনীতি হিসেবে উঠে আসবে বলে জানা গিয়েছে। সামনে থাকবে শুধু আমেরিকা ও চিন!

Updated By: Nov 9, 2022, 08:17 PM IST
Indian Economy: আগামী পাঁচ বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৭ সাল। খুব বেশি দেরি নয়। মাত্র পাঁচ বছর। এরই মধ্যে ভারতের ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আসছে বলে শোনা যাচ্ছে। ভারত বিশ্বে শক্তিশালী অর্থনীতি হিসেবে উঠে আসবে বলে জানা গিয়েছে। মর্গ্যান স্ট্যানলি'র মতে, বিনিয়োগের পরিমাণ বাড়াতে সরকারি স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে ভারত। ডিজিটাল প্রযুক্তির উপর বিশেষ গুরুত্বও আরোপ করছে ভারত। এ সবের উপর নির্ভর করে মাত্র পাঁচ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে ভারত। এই অনুমান আমেরিকার প্রখ্যাত আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা 'মর্গ্যান স্ট্যানলি'র। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী দশ বছরের মধ্যে ভারতে জিডিপি বৃদ্ধির হার ৩.৪ লক্ষ কোটি ডলার থেকে ৮.৫ লক্ষ কোটি ডলার হতে চলেছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী ভারত যদি জিডিপি বৃদ্ধির হার ওই মাত্রায় নিয়ে যেতে পারে, তবে বিশ্বে আমেরিকা ও চিনের অর্থনীতির পরেই থাকবে ভারতীয় অর্থনীতি!

আরও পড়ুন: ভাইকে বিয়ে করতে চেয়ে নাছোড়বান্দা, পরিবারের অসম্মতিতে রেললাইনে আত্মহত্যা ছাত্রীর

কেন এরকম হতে চলেছে ভারতের?

'মর্গ্যান স্ট্যানলি'র এক অর্থনীতিবিদের মতে, ভারত বিনিয়োগের অন্যতম সেরা গন্তব্য হিসেবে নিজের অবস্থান বজায় রাখতে পারছে। ভারতীয় অর্থনীতি এখন যে জায়গায় আছে, চিন সে জায়গায় ছিল ২০০৭ সালে! কিন্তু ভারতের জনগোষ্ঠীর গড় বয়স চিনের তুলনায় অনেক কম হওয়ায় ভারতের অগ্রগতির হার চিনের তুলনায় অনেক বেশি হবে।

'মর্গ্যান স্ট্যানলি'র মতে, বিনিয়োগের পরিমাণ বাড়াতে সরকারি স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে ভারত। তা ছাড়াও ভারতের বৃহত্তর জনগোষ্ঠী, ডিজিটাল প্রযুক্তির উপর জোরও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করছে বলে মত সংস্থাটির। সংস্থাটির অন্যতম প্রধান অর্থনীতিবিদ চেতন আহিয়া জানিয়েছেন, ভারত ধাপে ধাপে প্রতি বছর তাদের জিডিপিতে ৪০ হাজার কোটি ডলারেরও বেশি অর্থ যুক্ত করতে পারছে। অনেকের মতে বহুজাতিক সংস্থাগুলির বিনিয়োগের পরিমাণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি-- সব কিছু মাথায় রেখেই এই পূর্বাভাস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.