একচুলও নড়বে না ভারত: বিপিন রাওয়াত

এলএসি নিয়ে ভারত-চিন উত্তেজনা আছেই।

Updated By: Nov 6, 2020, 03:51 PM IST
একচুলও নড়বে না ভারত: বিপিন রাওয়াত

নিজস্ব প্রতিবেদন: ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত পরিষ্কার বলে দিলেন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) থেকে একটুও সরবে না ভারত। এমন একটা দিনে এই বোমা ফাটালেন বিপিন, যে দিন ভারত ও চিন দু'দেশের তরফে বৈঠক করে সীমান্ত উত্তেজনার প্রশমন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা।

কী বললেন বিপিন? 

ন্যাশনাল ডিফেন্স কলেজের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে সিডিএস বিপিন বলেন, সীমান্ত-উত্তেজনা, অধিগ্রহণ এবং সুরক্ষা ইত্যাদি নিয়ে যে অবাঞ্ছিত জটিলতা দু'দেশের অবস্থানকে ক্রমশ সঙ্কটের দিকে নিয়ে গিয়েছে, সেসব বিবেচনার মধ্যে রাখতেই হবে। তিনি আরও জানান, লাদাখের প্রাকৃতিক পরিবেশে চিনা সেনারা বেশ অসুবিধার মধ্যে আছে, যেখানে ভারতের অবস্থা বেশ দৃঢ়। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, চিন ও পাকিস্তানের মধ্যে যে কোনও গোপন সমঝোতা ভারতকে বেকায়দায় ফেলতে পারে। 

বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও বলেছিলেন, যে কোনও মূল্যে ভারত সীমান্তের শান্তি রক্ষা করবে। পরদিনই বিপিনের এই মনোভাব বেশ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:  কী সমাধানসূত্র বেরিয়ে আসে, সাগ্রহে সেদিকেই তাকিয়ে ভারত-চিন

.