ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চিনে পাচার করছে জিওমি স্মার্টফোন, অভিযোগ ভারতীয় বায়ু সেনার

জিওমি স্মার্ট ফোনের ব্যবহার কি নিরাপত্তার পক্ষে বিপজ্জনক? অন্তত ভারতীয় বায়ু সেনা এমনটাই মনে করছে।

Updated By: Oct 24, 2014, 06:11 PM IST
 ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চিনে পাচার করছে জিওমি স্মার্টফোন, অভিযোগ ভারতীয় বায়ু সেনার

ওয়েব ডেস্ক: জিওমি স্মার্ট ফোনের ব্যবহার কি নিরাপত্তার পক্ষে বিপজ্জনক? অন্তত ভারতীয় বায়ু সেনা এমনটাই মনে করছে।

সূত্রে খবর বায়ু সেনা আধিকারিক ও কর্মীদের  মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে তাঁরা ও তাঁদের পরিবার যেন ওই চিনা কোম্পানির তৈরি কোনও মোবাইল ফোন ব্যবহার না করেন।

অবশ্য জিওমি-এর বিরুদ্ধে চরবৃত্তি করার অভিযোগ নতুন নয়। চলটি বছরের জুলাই মাসে একটি সিকিউরিটি ফার্ম অভিযোগ করেছিল জিওমি ফোনের মধ্যে আগে থেকেই এমন সফটওয়্যার লোড করা থাকে যা ব্যবহারকারীর উপর চরবৃত্তি করে।

জিওমি-এর তরফ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে গ্রাহকদের নিরাপত্তার খাতিরে তারা তাদের স্মার্টফোন ডেটা চিন থেকে সরিয়ে নিয়েছে। তবে বায়ুসেনার এই বিজ্ঞপ্তি জারির পর জিওমি তাদের ডেটা সেন্টার চিন থেকে সরিয়ে নিয়ে যাবে বলে কোনও প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি।

বায়ু সেনা সূত্রে জানা গেছে জিওমির স্মার্টফোন ও নোটবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেজিং-এ সার্ভারের কাছে পাচার হয়ে যাচ্ছে। জিওমি এখনও পর্যন্ত কোনও ল্যাপটপ তৈরি করেনি।

 

 

.