বায়ুসেনায় আসছে ৮৩ LCA Tejas যুদ্ধবিমান, হচ্ছে ৫০ হাজার কোটির চুক্তি
মোট ১১৪টি ফাইটার বিমান কেনার পরিকল্পনা করেছে বায়ুসেনা। এর জন্য খরচ হবে ১.৩ লাখ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদন: বায়ুসেনার পুরনো মিগ ফাইটার জেটগুলিতে ধীরে ধীরে সরিয়ে সেই জায়গায় নতুন জেট আনার করার পরিকল্পনা করেছে ভারত। সেই লক্ষ্যেই ভারতীয় বায়ুসেনায় আসছে একঝাঁক তেজস ফাইটার জেট।
মোট ৫০,০০০ কোটি টাকা খরচ করে ভারতীয় বায়ুসেনার জন্য কেনা হচ্ছে ৮৩টি Tejas Fighter Jets। এনিয়ে প্রয়োজনীয় সবুজ সংকেত গিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বধানী কেন্দ্রীয় মন্ত্রিসভা। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে এয়ারো ইন্ডিয়া। সেখানেই এই ৮৩ তেজস ফাইটার জেট কেনার চুক্তি হবে হ্যালের সঙ্গে। ওইসব তেজস হাতে এসে গেলে বায়ুসেনা থেকে সরে যাবে মিগ বিমানের ৪টি স্কোয়াড্রন।
আরও পড়ুন-চন্দ্রিমার ভুল জাতীয় সঙ্গীত, টুইটে Abhishek-কে 'খোকনসোনা' কটাক্ষ শঙ্কুর
একের পর এক মিগ ভেঙে পড়া ও তা পুরনো হয়ে যাওয়ায় ভারতীয় বায়ুসেনা(IAF) আগেই পরিকল্পনা করেছিল, ধাপে ধাপে মিগকে সরিয়ে ফেলা হবে বায়ুসেনা থেকে। সেই উদ্দশ্যেই মোট ১৪৪টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে ভারত। নতুন ফাইটার বিমানের তালিকায় সুখোই-৩৫, মিগ-৩৫ সহ একাধিক বিমান থাকলেও শেষপর্যন্ত হালকা তেজস মার্ক-১ জেটকেই বেছে নেয় বায়ুসেনা। এই বিমানটি একেবারেই দেশিয় প্রযুক্তিতে তৈরি। বিমানটির পরীক্ষা হয়ে গিয়েছে লাদাখের মতো চরম আবহাওয়াতেও। সব মিলিয়ে মোট ১১৪টি ফাইটার বিমান কেনার পরিকল্পনা করেছে বায়ুসেনা। এর জন্য খরচ হবে ১.৩ লাখ কোটি টাকা।
আরও পড়ুন-ফের মুখোমুখি Modi-Mamata, হলদিয়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে
কেন্দ্রের তরফে সংবাদসংস্থা এএনআইকে জানানো হয়েছে, ৮৩টি LCA Tejas বায়ুসেনায় MiG-21 এর ৪টি স্কোয়াড্রেনের জায়গা নেবে। তবে মোট ১১৪
টি তেজস কেনা হবে।