অদেন উপসাগরে ভারতীয় জাহাজে জলদস্যু হানা রুখে দিল নৌসেনার কমান্ডোরা
ওয়েব ডেস্ক : অদেন উপসাগরে ভারতীয় জাহাজে জলদস্যুদের হামলা রুখে দিল ভারতীয় নৌবাহিনীর কমান্ডোরা।
শুক্রবার ভারতীয় সময় বেলা ১২টা নাগাদ অদেন উপসাগরে ভারতীয় পণ্যবাহী জাহাজ ‘জগ অমর’-এর উপরে চড়াও হয় ডজনখানেক জলদস্যু। ‘জগ অমর’ পণ্য নিয়ে সৌদি আরব যাচ্ছিল। হামলাকারী জলদস্যুদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র ছিল বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। হামলার পরই ভারতীয় নৌসেনার কমান্ডোরা কপ্টার নিয়ে পাল্টা হামলা চালিয়ে জলদস্যুদের কাবু করে ফেলে। হামলাকারীদের নেতা ও সঙ্গীদের আটক করা হয়েছে।
#Visuals INS Trishul thwarted piracy attempt on Indian ship MV Jag Amar at 1230 hrs in Gulf of Aden: Indian Navy pic.twitter.com/O7PzF7GXhj
— ANI (@ANI) October 6, 2017
জলদস্যুদের বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস ত্রিশূল। অপারেশনটি চালায় নৌবহিনীর কমান্ডো ও মার্কোস বাহিনী। হামলাকারীদের কাছ থেকে একে ৪৭ রাইফেল ও বিপুল গোলগুলি উদ্ধার করা হয়েছে।
আফ্রিকার উপকূলে বহুদিন ধরেই একটা বড় সমস্যা হল এই জলদস্যু। এরা প্রায়ই আরব সাগরের গভীরে গিয়ে বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজকে আক্রমণ করে লুটপাট করে নেয়। আন্তর্জাতিক স্তরে এনিয়ে বহু হইচইয়ের পরও কোনও কাজ হয়নি। ফলে ভারত সহ বিভিন্ন দেশ তাদের পণ্যবাহী জাহাজের জন্য নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা করতে বাধ্য হয়েছে।
আরও পড়ুন-পর পর রোগীমৃত্যুর পরও হাল ফিরল না হাবড়া হাসপাতালের