মুম্বইতে উদ্বোধন হল দেশের প্রথম স্টেলথ ডেস্ট্রয়ার আইএনএস বিশাখাপত্তনমের
Updated By: Apr 20, 2015, 03:45 PM IST
Photo courtesy: Rediff.com
ব্যুরো: নৌযুদ্ধে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে একধাপ এগোল ভারত। আজ মুম্বইয়ে দেশের প্রথম স্টেলথ ডেস্ট্রয়ার আইএনএস বিশাখাপত্তনমের উদ্বোধন করলেন নৌপ্রধান রবিন ধাওয়ান।
এই যুদ্ধ জাহাজের ৬৫% দেশীয় প্রযুক্তিতে তৈরি। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি বেশকিছু উইপেন সিস্টেম আছে এই জাহাজটিতে।
কলকাতা ক্লাসের এই যুদ্ধজাহাজ পরমাণু, রাসায়নিক এবং জৈবিক যেকোনও রকমের যুদ্ধপরিস্থিতিতে কাজ করতে সক্ষম। সাতহাজার তিনশো টনের জাহাজটিতে থাকবে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং ব্রাহ্মোস মিসাইল। এই ধরনের আরও তিনটি যুদ্ধজাহাজ বানাবে ভারত। তবে আজ জলে ভাসলেও দুহাজার আঠেরোতে এই যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে হাতে পাবে নৌবাহিনী।