জলপথে ভারতে হামলা চালানোর ছক কষছে পাকিস্তান! সতর্ক ভারতীয় নৌসেনা

সমুদ্রপথ দিয়ে যে কোনও ধরনের অনুপ্রবেশের ঘটনা রুখতে উপকূলের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলিও সতর্ক রয়েছে

Updated By: Aug 26, 2019, 11:52 PM IST
জলপথে ভারতে হামলা চালানোর ছক কষছে পাকিস্তান! সতর্ক ভারতীয় নৌসেনা

নিজস্ব প্রতিবেদন:  জলপথে ভারতে হামলার ছক করছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এমনকী এই পরিকল্পনা বাস্তবায়িত করতে জঙ্গিদের প্রশিক্ষণও দিচ্ছে জইশের 'আন্ডারওয়াটার উইং'। ভারতীয় গোয়েন্দাদের কাছে বিশেষ সূত্রে এই খবর এসেছে বলে সোমবার জানান ভারতীয় নৌসেনা প্রধান অ্যাডমির‌্যাল করমবীর সিং।

সোমবার পুনেতে ভারতীয় নৌসেনা প্রধান অ্যাডমির‌্যাল করমবীর সিং বলেন, " গোয়েন্দা সূত্রে আমরা খবর পেয়েছি, জইশ-ই-মহম্মদের আন্ডারওয়াটার উইং ভারতে হামলা চালানোর জন্য কয়েকজনকে প্রশিক্ষণ দিচ্ছে। আমরা গোটা বিষয়টির দিকে নজর রাখছি। কোনও ধরনের হামলার পরিকল্পনা ব্যর্থ করতে ভারতীয় নৌসেনা সজাগ আছে।"

আরও পড়ুন - আগামী ৩০ অগস্ট পর্যন্ত চিদম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

ভারতে সাবমেরিন হামলার চক্রান্ত করছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। সমুদ্রপথ দিয়ে যে কোনও ধরনের অনুপ্রবেশের ঘটনা রুখতে উপকূলের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলিও সতর্ক রয়েছে বলে জানান, অ্যাডমির‌্যাল করমবীর সিং। পাশাপাশি তিনি আশ্বাস দেন, কোনও ধরনের সন্ত্রাসবাদী হামলাকে রুখতে তৈরি ভারতীয় নৌসেনা।  

 

.