১৪০০০ শূন্য পদে লোক নিচ্ছে রেল, অনলাইনে আবেদন শুরু ২ জানুয়ারি থেকে

মোট শূন্যপদ ১৪,০৩৩। এর মধ্যে ১৩,০৩৪টি পদ জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য

Updated By: Dec 28, 2018, 08:58 PM IST
১৪০০০ শূন্য পদে লোক নিচ্ছে রেল, অনলাইনে আবেদন শুরু ২ জানুয়ারি থেকে

নিজস্ব প্রতিবেদন: বিপুল সংখ্যক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল রেল রিক্রুটমেন্ট বোর্ড। আবেদন করা যাবে ২ জানুয়ারি ২০১৯ থেকে রেলের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি।

আরও পড়ুন-স্বপ্ন দেখা ভালো কিন্তু রাজনীতিটা খুব বাস্তব: দিলীপ

মোট শূন্যপদ ১৪,০৩৩। এর মধ্যে ১৩,০৩৪টি পদ জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য। ৪৯টি পদ জুনিয়র ইঞ্জিনার(আইটি), ৪৫৬টি পদ মেটিরিয়াল সুপার(ডিপো), ৪৯৪টি পদ কেমিক্যাল ও মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট।

আবেদনকারীর বয়স ১৮ কম ও ৩৩ বছরের বেশি হবে না।

সাধারণ প্রার্থীদের জন্য ৫০০ টাকা ও এসসি/এসটি প্রার্থীদের ২৫০ টাকা ফি দিতে হবে। ডেবিট/ক্রেডিট কার্ড, নেটা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

যোগ্যতা-জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীর ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার আইটি পদের জন্য প্রার্থীকে পিজিডিসিএ বা কম্পিউটার সায়েন্সে বিএসসি/বিসিএ/বিটেক হতে হবে।

আরও পড়ুন-ভালোবেসে এক্স-ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছেন রাজনাথ সিং: জয় ব্যানার্জি

ডিপো সুপার পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী হতে হবে।

কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীকে ফিজিক্স, কেমিস্ট্রিতে স্নাতক হতে হবে। থাকতে হবে কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর। বিস্তারিত জানতে ক্লিক করুন রেলের ওয়াবসাইটে।

.