দেশের সব স্টেশনে এবার ফ্রি ওয়াইফাই, আগামী মার্চেই চালু করছে রেল

গ্রামীণ এলাকায় ওয়াইফাই হটসস্পট বসানোর খরচও দিল্লি, লখনউ, হাওড়ার মতো স্টেশনের থেকে অনেক কম

Updated By: Mar 14, 2018, 11:23 AM IST
দেশের সব স্টেশনে এবার ফ্রি ওয়াইফাই, আগামী মার্চেই চালু করছে রেল

নিজস্ব প্রতিবেদন: এবার স্টেশনে পা দিলেই পাওয়া ‌যাবে ফ্রি ওয়াইফাই। এমনই পরিকল্পনা করেছে রেল।

গত সপ্তাহে রেল বোর্ডের বৈঠকে ঠিক হয়েছে দেশের ৮ হাজার স্টেশনে ফ্রি ওয়াইফাই পরিষেবা দেওয়া হবে। ওই কাজ শেষ হয়ে ‌যাবে ২০১৯ সালের মার্চের মধ্যে। এমাসের ১৬ তারিখে রেলের আরও একটি বৈঠকে ওয়াইফাই বসানোর পরিকাঠামে তৈরির ব্যাপারে বিস্তারিত অলোচনা হবে।

প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া-র স্লোগান বাস্তবায়িত করতেই দেশজুড়ে সব স্টেশনে ওয়াইফাই পরিষেবা চালু করার পরিকল্পনা করা হয়েছে। রেল বোর্ডের এক আধিকারিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘দেশে ৭ হাজার স্টেশন রয়েছে গ্রামীণ এলাকায়। ওইসব স্টেশনে বসানো হবে ওয়াইফাই হটসস্পট। ফলে সাধারণ মানুষ সামান্য খরচ করেই ইন্টারনেটের সুবিধা ব্যবহার করতে পারবেন। গ্রামীণ এলাকায় ওয়াইফাই হটসস্পট বসানোর খরচও দিল্লি, লখনউ, হাওড়ার মতো স্টেশনের থেকে অনেক কম।’

অারও পড়ুন-টলিউডের কাজের নাম করে গাড়ি ভাড়া, ফাঁস হল আসল সত্য

উল্লেখ্য, রেল ইতিমধ্যেই দেশের গ্রামীণ এলাকার ২০০ স্টেশনে ওয়াইফাই হটসস্পট বসানো হয়েছে। এছাড়া দেশের ৪০০ স্টেশনেও ওয়াইফাই হটসস্পট চালু করছে গুগল।

.