১৮৪টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলমন্ত্রকের! কারণ...

সোমবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে রেলমন্ত্রকের পূর্ব শাখা।

Updated By: Jul 3, 2018, 11:57 PM IST
১৮৪টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলমন্ত্রকের! কারণ...

নিজস্ব প্রতিবেদন: রথযাত্রা উপলক্ষে ১৮৪টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক৷ আগামী ১৪ জুলাই থেকে ৯ দিন ধরে এই বিশেষ রেল পরিষেবাটি পাবেন যাত্রীরা৷ সোমবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে রেলমন্ত্রকের পূর্ব শাখা।

রেলমন্ত্রকের এই বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিশেষ ট্রেনগুলি ১৪ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে খুরদা, ভুবনেশ্বর, বাদরাক, কটক, পারাদ্বীপ, ব্রহ্মাপুর, ভবানীপাটনা, বাঙ্গরিপোসি, পালাসা, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, খরগপুর, হাওড়ার শালিমার থেকে নিয়মিত চলবে৷

১৪টি বিশেষ ট্রেনের পরিষেবা চালু থাকবে পুরী পর্যন্ত৷ ১৪ জুলাই তিনটি ট্রেন ছাড়বে কুরদা রোড থেকে৷ বাকি বাদরাক, কটক, পারাদ্বীপ, ব্রহ্মাপুর, পালাসা প্রত্যেকটি স্টেশন থেকে ছাড়বে একটি করে ট্রেন৷

২১ জুলাই পুরীর উদ্দেশে বিশাখাপত্তনম, শালিমার, জুনাগড় রোড থেকে একটি করে বিশেষ ট্রেন ছাড়বে৷ এ ছাড়াও ২২ জুলাই ১০টি বিশেষ ট্রেন বাদরাক, কটক, পারাদ্বীপ, ব্রহ্মাপুর, পালাসা থেকে পুরীর উদ্দেশে রওনা দেবে৷ সব মিলিয়ে শতাব্দি প্রাচীন এই রথযাত্রা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ যাতে সহজে পুরী পৌঁছাতে পারেন, তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রেলমন্ত্রক৷

.