সাম্বায় সুড়ঙ্গে ঢুকে তাজ্জব সেনা, রাস্তা চলে গিয়ে পাক সীমানার ২০০ মিটার ভেতরে

ত সপ্তাহে জম্মুর নাগরাটায় এক এনকাউন্টারে নিহত হয় ৪ পাক জঙ্গি। 

Updated By: Dec 1, 2020, 09:34 PM IST
সাম্বায় সুড়ঙ্গে ঢুকে তাজ্জব সেনা, রাস্তা চলে গিয়ে পাক সীমানার ২০০ মিটার ভেতরে

নিজস্ব প্রতিবেদন: গত ২২ নভেম্বর জম্মু সাম্বার নাগরোটায় এনকাউন্টারে মৃত্যু হয় ৪ পাকিস্তানি জঙ্গির। ওই এনকাউন্টারের পর সাম্বায় নিয়ন্ত্রণরেখার কাছাকাছি একটি সুড়ঙ্গের সন্ধান পায় বিএসএফ। নিরাপত্তারক্ষীদের সন্দেহ ছিল ওই সুড়ঙ্গ ব্যবহার করেই ভারতীয় সীমানায় ঢুকেছিল জঙ্গিরা।

আরও পড়ুন-বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় 'বুরেভি'! আগামী ৪৮ ঘণ্টায় তোলপাড়ের অপেক্ষায় দক্ষিণের ২ রাজ্য

ওই সুড়ঙ্গে ঢুকে অবাক নিরাপত্তা রক্ষীরা। সুড়ঙ্গটি চলে গিয়েছে পাকিস্তান সীমানার ভেতরে অনেকটাই।জম্মু ও কাশ্মীরের এক নিরাপত্তা আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ওই সুড়ঙ্গ দিয়ে পাক সীমানার ভেতরে প্রায় ২০০ মিটার যান। সুড়ঙ্গটি শুরু হয়েছে পাক সীমানা থেকে। সম্ভবত ওই সুড়ঙ্গ দিয়েই ভারতীয় সীমানায় ঢুকেছিল জঙ্গিরা।

আরও পড়ুন- কমিটি চাই না; কৃষি আইন বাতিল করুন, কেন্দ্রকে জানিয়ে দিলেন আন্দোলনকারী কৃষকর  

উল্লেখ্য, গত সপ্তাহে জম্মুর নাগরাটায় এক এনকাউন্টারে নিহত হয় ৪ পাক জঙ্গি। পাক সীমানা অতিক্রম করে তারা বান টোল প্লাজার কাছে এসে তাদের আটকায় নিরাপত্তা বাহিনী। শুরু হয়ে যায় এনকাউন্টার। নিহত জঙ্গিদের কাছ থেকে ১১টি একে ৪৭ রাইফেল-সহ প্রচুর অস্ত্র উদ্ধার হয়।  

.