আসছে কেন্দ্রের সিলমোহর প্রাপ্ত প্রথম পুরোপুরি ভারতীয় প্রযুক্তির টোটো
পুরো দেশী প্রযুক্তিতে তৈরি একটি টোটো গাড়ি। নাম রাজা। কেন্দ্রের অনুমোদন প্রাপ্ত। প্রস্তুতকর্তাদের দাবি, এই টোটো একেবারে বড় গাড়ির মতোই মজবুত। টোটো সমস্যার সমাধান কি করতে পাবে এই রাজা?
ওয়েব ডেস্ক: পুরো দেশী প্রযুক্তিতে তৈরি একটি টোটো গাড়ি। নাম রাজা। কেন্দ্রের অনুমোদন প্রাপ্ত। প্রস্তুতকর্তাদের দাবি, এই টোটো একেবারে বড় গাড়ির মতোই মজবুত। টোটো সমস্যার সমাধান কি করতে পাবে এই রাজা?
যে টোটো চলে পথে তার কতগুলির বৈধতা আছে। বিশেষজ্ঞরা বলেন, চায়না পার্টসে তৈরি। তাই দাম কম। পলকাও বটে। তাই বেশি দুর্ঘটনা। মিলনমেলায় টোটোমেলা। সেখানেই দেখা মিলল প্রথম পুরোপুরি ভারতীয় প্রযুক্তির টোটো। নাম রাজা। শক্তপোক্ত। ধাক্কা সামলাতে দক্ষ। কেন্দ্রের সিলমোহর প্রাপ্ত। দাবি প্রস্তুতকারী সংস্থার।
শুধু এই নয়, রাস্তায় রাজা টোটো বিগড়ে গেলে একটা ফোনেই চলে আসবেন মেকানিক। এই পরিবেষাও টোটো ইতিহাসে দেশে প্রথম দিচ্ছে প্রস্তুতকারক সংস্থা। কাকতালীয় কিনা জানা নেই, সবুজ আর নীল-সাদা আপাতত দুটি রঙেই মিলবে রাজা টোটো।