India's GDP: কমলো দেশের আর্থিক বৃদ্ধির গতি! জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে GDP বৃদ্ধি ৪.১ শতাংশ

করোনার ধাক্কা সামলে ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি হবে ৮.৯ শতাংশ। এমনটাই আন্দাজ করেছিল কেন্দ্র

Updated By: May 31, 2022, 06:50 PM IST
India's GDP:  কমলো দেশের আর্থিক বৃদ্ধির গতি! জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে GDP বৃদ্ধি ৪.১ শতাংশ

নিজস্ব প্রতিবেদন: গত আর্থিক বর্ষে দেশের আর্থিক বৃদ্ধির(GDP) হার ৮.৭ শতাংশ। অন্যদিকে, গত জানুয়ারি থেকে মার্চ কোয়াটারে জিডিপি বেড়েছে ৪.১ শতাংশ। এমনটাই বলছে কেন্দ্র। তবে অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারে এই হার ছিল ৫.৪ শতাংশ। ফলে গত ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার খানিকটা কমে গেল। 

এদিকে, ২০২২-২৩ আর্থিক বর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার ৭-৭.৫ শতাংশ হবে বলে পূর্ভাভাস দিয়েছে সরকার। প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবর্ষে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার বেড়েছিল ২.৫ শতাংশ।

করোনার ধাক্কা সামলে ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি হবে ৮.৯ শতাংশ। এমনটাই আন্দাজ করেছিল কেন্দ্র। তবে প্রত্য়াশা মতো তা হয়নি। কিন্তু বলা যেতে পারে কোভিড পরিস্থিতির মধ্যে উন্নয়ন দেশগুলির মধ্যে ভারতের আর্থিক পরিস্থিতি ঘুরে দাঁড়াচ্ছে বলেই মনে করা হচ্ছে। 

অন্যদিকে, কেন্দ্র জানিয়েছে সব রাজ্যে জিএসটি বাবদ প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে।  

আরও পড়ুন-'অমান্য করুন', দল সেন্সর করার পর দিলীপকে বার্তা কুণালের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.