চোখে জল মোদীর, কাঁদলেন আডবাণীও
একদিকে লৌহ পুরুষের চোখে জল। আর সেই লালকৃষ্ণ আডবাণীর কথার জবাব দিতে গিয়েই আবেগ আপ্লুত নরেন্দ্র মোদীও। মঙ্গলবার এই বিরল দৃশ্যের সাক্ষী থাকল সংসদের সেন্ট্রাল হল।
একদিকে লৌহ পুরুষের চোখে জল। আর সেই লালকৃষ্ণ আডবাণীর কথার জবাব দিতে গিয়েই আবেগ আপ্লুত নরেন্দ্র মোদীও। মঙ্গলবার এই বিরল দৃশ্যের সাক্ষী থাকল সংসদের সেন্ট্রাল হল।
প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা এখন শুধু সময়ের অপেক্ষা। তার আগে মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে যোগ দিতে জীবনে প্রথমবার সংসদে নরেন্দ্র মোদী। আবেগের পারদটা যে চড়ছিল তা বুঝিয়ে দিলেন শুরুতেই।সংসদে ঢোকার মুখেই সিড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন বিজেপির ভাবী প্রধানমন্ত্রী।
এরপর সেন্ট্রাল হলে আডবাণীর মুখোমুখি। প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার সময় থেকেই মোদী বিরোধী অবস্থানে দেখা গিয়েছে আডবাণীকে। মঙ্গলবার তাঁকেই সংসদীয় দলের প্রধান হিসেবে মোদীর নাম প্রস্তাব করতে হল। তারপর মোদীকে অভিনন্দন জানানোর পালা। মোদীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আবেগ আর চেপে রাখতে পারেননি বিজেপির লৌহ পুরুষ।
চোখের জল বাঁধ মানেনি নরেন্দ্র মোদীরও। আডবাণী কৃপা শব্দটি ব্যবহার নিয়ে আপত্তি জানাতে গিয়েই অভিমান ঝড়ে পর মোদীর গলায়। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে এতদিন নরেন্দ্র মোদীকে কঠোর মনোভাবের মানুষ হিসেবেই দেখেছে গোটা দেশ। আডবাণীরও পরিচিতি লৌহ মানুষ হিসেবে। দেশ জোড়া বিজেপির বিপুল সাফল্যের পর কিন্তু সেই দুই কঠোর মুখকেই দেখা গেল আবেগে ভাসতে।