Indore Temple: ইন্দোরের মন্দিরে ধস, রামনবমী উদযাপনের মাঝেই মৃত ৩৫
প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ এই দুর্ঘটনার পর ৩০ জনেরও বেশি ভক্ত স্টেপওয়েলে পড়ে যায়। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ইন্দোরের কালেক্টর বলেছেন। কালেক্টর ইলায়ারাজা টি আরও জানিয়েছেন, ‘বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ১৮ ঘণ্টার উদ্ধার অভিযান শুরু হয়েছিল, এবং এখনও চলছে’৷
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্দোরে মন্দিরের কূপসিঁড়ির ছাদ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ হয়েছে। ইন্দোরের কালেক্টর ডাঃ ইলায়ারাজা টি শুক্রবার বলেন, ‘মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে, একজন নিখোঁজ এবং ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। দুইজন চিকিৎসা শেষে নিরাপদে বাড়ি ফিরেছে।‘
নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ইন্দোরের কালেক্টর বলেছেন। কালেক্টর ইলায়ারাজা টি আরও জানিয়েছেন, ‘বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ১৮ ঘণ্টার উদ্ধার অভিযান শুরু হয়েছিল, এবং এখনও চলছে’৷ কর্মকর্তাদের মতে, এনডিআরএফ এবং এসডিআরএফ-এর সঙ্গে ৭৫ জন সেনা সদস্যের একটি দল এই অভিযানে নিযুক্ত রয়েছেন।
Stepwell collapse at Indore temple | Death toll rises to 35
18 people were admitted to the hospital, out of which 2 people have been discharged. 35 people died. One person is still missing. Army, NDRF & SDRF teams are conducting search & rescue operation: Indore Collector Dr… pic.twitter.com/3Ff6VzAkXs
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 31, 2023
রাম নবমী উপলক্ষে মধ্যপ্রদেশের ইন্দোরের প্যাটেল নগর এলাকায় বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে আয়োজিত 'হওয়ান' চলাকালীন একটি স্টেপওয়েলের ছাদ ধসে কমপক্ষে ৩৫ জন ভক্তের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: Central Vista, PM Modi: দিল্লিতে নির্মীয়মাণ সংসদ ভবন পরিদর্শনে মোদী
आज इंदौर में अत्यंत दुर्भाग्यपूर्ण घटना हुई है। घटना के बाद से ही मैं लगातार प्रशासन के संपर्क में था और रेस्क्यू ऑपरेशन की निगरानी कर रहा था। लोगों को बचाने के इस अभियान में पूरा प्रशासन जुटा हुआ था पर तमाम प्रयासों के बाद भी हम कई जिंदगियों को बचा नहीं पाए। pic.twitter.com/jMqUFLOlLC
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) March 30, 2023
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের স্বজনদের জন্য পাঁচ লাখ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। চৌহান সাংবাদিকদের বলেন, ‘মৃতদের স্বজনদের পাঁচ লাখ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে’।
আরও পড়ুন: বাজেট আলোচনার মধ্যেই বিধানসভায় নীলছবিতে বুঁদ বিজেপি বিধায়ক, ভাইরাল ভিডিয়ো!
Extremely pained by the mishap in Indore. Spoke to CM @ChouhanShivraj Ji and took an update on the situation. The State Government is spearheading rescue and relief work at a quick pace. My prayers with all those affected and their families.
— Narendra Modi (@narendramodi) March 30, 2023
পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটারে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘ইন্দোরের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথা বলেছি এবং পরিস্থিতির আপডেট নিয়েছি। রাজ্য সরকার দ্রুত গতিতে উদ্ধার ও ত্রাণ কাজ চালাচ্ছে। যারা ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের সঙ্গে আমার প্রার্থনা সঙ্গে রয়েছে’।