আশঙ্কা সত্যি করে স্বল্প সঞ্চয়, মেয়াদি ও রেকারিং আমানতে সুদে কোপ, জেনে নিন নয়া হার
একমাত্র অপরিবর্তিত থাকছে সেভিংসে ৪ শতাংশ সুদ।
নিজস্ব প্রতিবেদন : রেপো রেট কমতে না কমতেই স্বল্প সঞ্চয়ে সুদের হারে কোপ। পয়লা জুলাই থেকে স্বল্প সঞ্চয়ে ০.১% কমিয়ে দিল অর্থমন্ত্রক। পিপিএফ, এনএসসি, ডাকঘর, কিষানবিকাশ পত্র-সহ প্রায় সব সঞ্চয়ী আমানতে সুদের হার কমছে। আমানতে সুদের হার কমানোয় বাড়ি-গাড়ি ঋণের ক্ষেত্রেও কমতে পারে সুদ।
রেপো রেট কমেছিল কয়েকদিন আগেই। ন’বছরের মধ্যে এই হার এত কম কখনও হয়নি। ভবিষ্যতে সুদ আরও কমতে পারে, তার আভাস দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের নয়া ঋণনীতি। এবার স্বল্প সঞ্চয়ে সুদের হারে কোপ। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ০.১ শতাংশ সুদের হার কমাল অর্থ মন্ত্রক। ১ জুলাই থেকে তা কার্যকর হবে। সুদের হার কমার ফলে কমছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, NSC, ডাকঘর, প্রবীণ নাগরিকদের আমানতের সুদ।
- PPF এবং ৫ বছরের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি)-র সুদের হার এখন ৮ শতাংশ। তা কমে দাঁড়াচ্ছে ৭.৯ শতাংশে।
- ডাকঘরের ৫ বছরের মাসিক আয় প্রকল্পের সুদ ছিল ৭.৭ শতাংশ। তা হবে ৭.৬ শতাংশ।
- প্রবীণ নাগরিকদের পঞ্চবার্ষিকী সঞ্চয় প্রকল্পের সুদ ৮.৭ শতাংশ। তা কমে দাঁড়াচ্ছে তা হবে ৮.৬ শতাংশে।
- সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের সুদ ৮.৫ শতাংশ কমে হবে ৮.৪ শতাংশ।
- কিষাণ বিকাশ পত্রের সুদ ৭.৭ শতাংশ। তা হবে ৭.৬ শতাংশ। অর্থাত্ ১১৩ মাসে মেয়াদপূর্তি হবে।
একমাত্র অপরিবর্তিত থাকছে সেভিংসে ৪ শতাংশ সুদ।
মেয়াদি ও রেকারিং আমানতেও কমছে সুদের হার-
১ থেকে ৩ বছরের মেয়াদি আমানতের সুদ ৭ শতাংশ থেকে কমে হল ৬.৯ শতাংশ।
৫ বছরের মেয়াদি আমানতের সুদ ৭.৮ শতাংশ থেকে কমে হচ্ছে ৭.৭ শতাংশ।
৫ বছরের রেকারিং আমানতের সুদ ৭.৩ শতাংশ থেকে কমে হচ্ছে ৭.২ শতাংশ।
আরও পড়ুন, 'এটা পাকিস্তান নয়, ভারতবর্ষ', ফতোয়া প্রসঙ্গে তৃণমূল সাংসদ নুসরতের পাশে বিজেপি মন্ত্রী দেবশ্রী
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পসঞ্চয়ে সুদের হার কমানোর লক্ষ্য কর্পোরেট পুঁজি বিনিয়োগকে উত্সাহ দেওয়া। কিন্তু এ ক্ষেত্রে তা ঘটবে না। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমালেও বাণিজ্যিক ব্যাঙ্কগুলি গাড়ি বা বাড়ি ঋণের ক্ষেত্রে সুদের হার কমায়নি। তাঁদের যুক্তি ছিল, আমানতে সুদের হার না কমালে ঋণের সুদের হার কমানো সম্ভব নয়। দ্বিতীয় দফায় মোদী সরকার আসার পরেই স্বল্প সঞ্চয়ে সুদ কমার আশঙ্কা করছিল অর্থনৈতিক মহল। সত্যি হল সেই আশঙ্কাই।