অসহিষ্ণুতা নিয়ে রাষ্ট্রপতি বললেন, ময়লা আমাদের মনেই

অসহিষ্ণুতা নিয়ে ফের মুখ খুললেন রাষ্ট্রপতি।  হিংসার প্রসঙ্গ টেনে আত্ম সচেতনতায় জোর দিলেন প্রণব মুখোপাধ্যায়। বললেন, শুধু রাস্তায় নয়, ময়লা আসলে আমাদের মনেই।

Updated By: Dec 1, 2015, 09:37 PM IST
অসহিষ্ণুতা নিয়ে রাষ্ট্রপতি বললেন, ময়লা আমাদের মনেই

ওয়েব ডেস্ক: অসহিষ্ণুতা নিয়ে ফের মুখ খুললেন রাষ্ট্রপতি।  হিংসার প্রসঙ্গ টেনে আত্ম সচেতনতায় জোর দিলেন প্রণব মুখোপাধ্যায়। বললেন, শুধু রাস্তায় নয়, ময়লা আসলে আমাদের মনেই।
মূর্তিপূজোর বিরোধিতা করে খুন এম এম কালবুর্গি। গোমাংস খাওয়ার গুজবের জেরে উত্তরপ্রদেশের দাদরিতে খুন মহম্মদ আখলাক। দেশজুড়ে  সহনশীলতার সঙ্কট । প্রতিবাদের ঝড়ে কোণঠাসা মোদী সরকার। তখনই প্রথম মুখ খোলেন দেশের সাংবিধানিক প্রধান।
সুর তবু মিলল কই! সুধীন্দ্র কুলকার্নি থেকে রশিদ ইঞ্জিনিয়ার।  কালি লেপার ট্রাডিশনে অসহিষ্ণুতা দিকে দিকে। তবু গোমাংসের খোঁজে সব কাজ ফেলে কেরল হাউসে হানা দেয় পুলিস। হরিয়ানায় দলিত শিশুকে পুড়িয়ে মারার ঘটনায় দেশের মাথা হেঁট।
পুরস্কার ফিরিয়ে প্রতিবাদী বিদ্বজ্জনেরা। পাল্টা মিছিল দাপাল রাজধানীর রাজপথ! সংসদে শাসক-বিরোধী চাপানউতোরও অব্যাহত।
চাপের মুখে শেষপর্যন্ত বিদেশের মাটিতে সুর নরম প্রধানমন্ত্রীর। তবুও বিতর্ক চলছেই। ধর্না, বাগযুদ্ধে উত্তাল সংসদ। উত্তপ্ত এমনই পরিস্থিতিতে ফের মুখ খুললেন রাষ্ট্রপতি। এবার অহিংসার আইকন বাপুর স্মৃতিধন্য সবরমতী আশ্রমে।মনের ময়লা সাফ করার সময় কি তবে এল এবার? উত্তর দেবে ভবিষ্যত্‍।

 

.