নোট বাতিল ইস্যুতে কি এবার মতবিরোধ শরদ যাদব ও JDU-র মধ্যে?
নোট বাতিলের বিরুদ্ধে কি বিরোধী ঐক্যে খানিকটা হলেও চিড় ধরল? আগামী কালের আক্রোশ দিবসের প্রতিবাদ আন্দোলন থেকে নিজেদের সরিয়ে নিল জেডিইউ। উল্টে নোট বাতিলে মোদীর পদক্ষেপকে আরও জোরালো ভাষায় সমর্থন জানানো শুরু করে দিল নীতীশকুমারের দল। প্রথম থেকে তিনি ও তাঁর দলের সমর্থন দেখা গেছে প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের পক্ষে। এবার যেন তাতে আরও কিছুটা সমর্থনের জোর বেড়ে গেল।
ওয়েব ডেস্ক : নোট বাতিলের বিরুদ্ধে কি বিরোধী ঐক্যে খানিকটা হলেও চিড় ধরল? আগামী কালের আক্রোশ দিবসের প্রতিবাদ আন্দোলন থেকে নিজেদের সরিয়ে নিল জেডিইউ। উল্টে নোট বাতিলে মোদীর পদক্ষেপকে আরও জোরালো ভাষায় সমর্থন জানানো শুরু করে দিল নীতীশকুমারের দল। প্রথম থেকে তিনি ও তাঁর দলের সমর্থন দেখা গেছে প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের পক্ষে। এবার যেন তাতে আরও কিছুটা সমর্থনের জোর বেড়ে গেল।
আরও পড়ুন- মোদীর নোট বাতিলের সিদ্ধান্তে কড়া সমালোচনা অমর্ত্য সেনের
অন্যদিকে, গতকাল শরদ যাদব জানিয়েছিলেন, আক্রোশ দিবসের প্রতিবাদ আন্দোলনে বিরোধী ঐক্যে সুর মেলাবে জেডিইউ। প্রশ্ন উঠছে, তবে কি নোট বাতিল নিয়ে নীতীশ কুমার আর শরদ যাদবের মতবিরোধ JDU-র ঘরেও ফাটল ধরাচ্ছে?