অনলাইনে বোমা বানানোর প্রশিক্ষণ দিচ্ছে ISIS, দেখুন ভিডিও
Updated By: Feb 2, 2016, 03:08 PM IST
সুদূর বাগদাদ থেকে ভারতের বাণিজ্যনগরী মুম্বই। দূরত্বটা ৪ হাজার কিলোমিটার। কিন্তু দুরত্বটা এক মিনিটেই হাতের মুঠোয় চলে আসছে, একটা মাত্র ক্লিকে। কীভবে? উত্তরটা ইন্টারনেট। হ্যাঁ, এই ইন্টারনেট মাধ্যম ব্যবহার করেই ভারতীয় যুবকদের বোমা তৈরির অনলাইন ট্রেনিং দিচ্ছে জঙ্গি সংগঠন ISIS। সিরিয়া, ইরাকের মতই ভারতেও নাশকতার ছক কষে ছিল ISIS। আর এই নাশকতার ছকে ISIS সামিল করতে চেয়েছে ভারতীয়দেরই। স্কাইপে ভিডিও কলিং করে বোমা তৈরি ও কীভাবে নাশকাতা হবে তাঁর ছক কষে দিতেন ISIS জঙ্গিরা। ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে এসেছে সেই রোমহর্ষক তথ্য। দেখুন ভিডিও-