জগনমোহনের অনশনের দ্বিতীয় দিনে থমথমে অন্ধ্র

পৃথক তেলেঙ্গানার প্রতিবাদে জগনমোহনের অনিদির্ষ্টকালীন অনশনের আজ দ্বিতীয় দিন। তেলেঙ্গানা বিরোধী আন্দোলনের তীব্রতা আরও বাড়াতে গতকাল থেকে অনশন শুরু করেছেন জগনমোহন রেড্ডি। পৃথক তেলেঙ্গানায় কেন্দ্রের শিলমোহরের পর থেকেই অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অংশে আন্দোলনের তীব্রতা বেড়েছে। বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন-বিক্ষোভ। বিক্ষোভ সামাল দিতে ইতিমধ্যেই কয়েকটি জায়গায় কার্ফু জারি করেছে প্রশাসন।

Updated By: Oct 6, 2013, 01:32 PM IST

পৃথক তেলেঙ্গানার প্রতিবাদে জগনমোহনের অনিদির্ষ্টকালীন অনশনের আজ দ্বিতীয় দিন। তেলেঙ্গানা বিরোধী আন্দোলনের তীব্রতা আরও বাড়াতে গতকাল থেকে অনশন শুরু করেছেন জগনমোহন রেড্ডি। পৃথক তেলেঙ্গানায় কেন্দ্রের শিলমোহরের পর থেকেই অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অংশে আন্দোলনের তীব্রতা বেড়েছে। বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন-বিক্ষোভ। বিক্ষোভ সামাল দিতে ইতিমধ্যেই কয়েকটি জায়গায় কার্ফু জারি করেছে প্রশাসন।
উপকূলবর্তী অন্ধ্রের বিজয় নগরমে কোনওরকম অশান্তি দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যভাগে সিলমোহরের পর থেকেই উত্তপ্ত হয়েছে বিজয় নগরম। পরিস্থিতি সামাল দিতে কার্ফু জারি হয়েছে। এখনও বিক্ষিপ্ত অশান্তি চলছেই। বনধ চলছে ভাইজাগে। বন্ধ রয়েছে দোকান-বাজার।
এদিকে সীমান্ধ্রের ছয় লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক-শিক্ষিকাদের অর্নিদিষ্টকালীন অনশন চলছে। এবার অনশন শুরু করলেন বিদ্যুত দফতরের কর্মীরাও। সীমান্ধ্রের প্রায় তিরিশহাজার কর্মী অনশন শুরু করেছেন। এর জেরে সীমান্ধ্রের তেরোটি জেলায় বিদ্যুত্‍ পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Tags:
.