Jagdeep Dhankhar: ধনখড়ের ইস্তফা, আপাতত বাংলার দায়িত্বে মণিপুরের রাজ্যপাল

রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) কাছে ইস্তফাপত্র জমা দেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। 

Updated By: Jul 17, 2022, 11:21 PM IST
Jagdeep Dhankhar: ধনখড়ের ইস্তফা, আপাতত বাংলার দায়িত্বে মণিপুরের রাজ্যপাল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে সরকারি ভাবে ইস্তফা দিলেন এনডিএ-র (NDA)  উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। 

যতদিন না পশ্চিমবঙ্গে নয়া রাজ্যপাল নিযুক্ত হচ্ছে, ততদিন অতিরিক্ত দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন (La. Ganesan)। শনিবার এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) নাম ঘোষণা করেন জেপি নাড্ডা (JP Nadda)। 

ধনখড়ের নাম প্রকাশ করতে গিয়ে উল্লেখযোগ্য ভাবে তাঁকে 'কৃষক পুত্র' এবং 'জনগণের রাজ্যপাল' (পিপলস গভর্নর) বলে উল্লেখ করেন জেপি নাড্ডা (JP Nadda)। বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি বলেন, "কৃষক পুত্র জগদীপ ধনখড়...তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। গত তিন বছর ধরে তিনি জনগণের রাজ্যপাল হিসেবে প্রতিষ্ঠা করেছেন।"

সম্প্রতি দার্জিলিং রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে চা-চক্রে যোগ দেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সেখানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। দিল্লির রাজনৈতিক মহলে জোর চর্চা, তবে কি সেদিন মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছে গিয়েছিল? যদিও পরে সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নিছকই সৌজন্য সাক্ষাৎ ছিল। অন্য কোনও কথা হয়নি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.