জেল মুক্ত হওয়ার পথে শতাধিক বাঘের মৃত্যুর কারণ
ভারতের ভয়ঙ্করতম চোরা শিকারী সংসার চাঁদ এবার জেল থেকে ছাড়া পাওয়ার পথে। এই সংসার চাঁদ রাজস্থানের সরিস্কায় বেশ কিছু বাঘের নিখোঁজের কারণ। সারা দেশে একা হাতে অন্তত ২০০টি বাঘকে হত্যা করেছে সংসার চাঁদ। বাঘ ছাড়াও হত্যা করছে কয়েক হাজার বন্য জীব।
ভারতের ভয়ঙ্করতম চোরা শিকারী সংসার চাঁদ এবার জেল থেকে ছাড়া পাওয়ার পথে। এই সংসার চাঁদ রাজস্থানের সরিস্কায় বেশ কিছু বাঘের নিখোঁজের কারণ। সারা দেশে একা হাতে অন্তত ২০০টি বাঘকে হত্যা করেছে সংসার চাঁদ। বাঘ ছাড়াও হত্যা করছে কয়েক হাজার বন্য জীব।
আজ দিল্লির একটি আদালত চাঁদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ দমন আইন আনার মামলা খারিজ করে দিয়েছে। সংসার চাঁদের জামিন পাওয়ার পথে এতদিন এই মামলাই বাধা হয়ে দাঁড়িয়েছিল। ২০০৫ থেকে জেলে বন্দী বছর ৫৫-এর এই চোরাশিকারী এই সপ্তাহের শেষেই সম্ভবত জেল থেকে ছাড়া পাচ্ছে।
সংসার চাঁদের বিরুদ্ধে পশু হত্যা ও পশুদের উপর অত্যাচারের ৫০টি পৃথক মামলা চললেও পুলিস ১টি ছাড়া বাকি গুলোর যথাযথ সাক্ষ্যপ্রমাণ আদালতে পেশ করতে পারেনি। বন্য প্রাণ আইনের অন্তগর্ত সবকটি মামলা থেকে আগেই জামিন পেয়ে গিয়েছিল সংসার চাঁদ। এবার ছাড় পেল মকোকা আইন থেকেও।