Jammu and Kashmir: শুক্রবার সকালে কেঁপে উঠলো ভূস্বর্গ, ৩.৬ মাত্রার ভূমিকম্প কাটরায়

জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার কাটরা বেল্টে ৩.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

Updated By: Feb 17, 2023, 10:14 AM IST
Jammu and Kashmir: শুক্রবার সকালে কেঁপে উঠলো ভূস্বর্গ, ৩.৬ মাত্রার ভূমিকম্প কাটরায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রিয়াসি (Reasi) জেলার কাটরা (Katra) বেল্টে ৩.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন। কোথাও কোনও হতাহত অথবা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও তারা বলেছেন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ৫.০১ মিনিটে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

আরও পড়ুন: Action Against E-Pharmacy: ই-ফার্মেসিতে তালা! প্রস্তুতি কেন্দ্রীয় সরকারের, জেনে নিন কেন এই পদক্ষেপ

ভূমিকম্পের কেন্দ্র ছিল কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ যথাক্রমে ৩৩.১০ ডিগ্রি এবং ৭৫.৯৭ ডিগ্রি পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: Rahul Gandhi at Cambridge University: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল যে বিষয়ে কথা বলবেন, তা শুনতে অনেকেই আগ্রহী...

ভূমিকম্পের অবস্থান ছিল কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে।

 

এর আগে ১৩ ফেব্রুয়ারি সিকিম রাজ্যে ভোরে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভোর ৪.১৫ মিনিটে সিকিমের ইউকসোমে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ৪.৩ মাত্রা রেকর্ড করা হয়েছে।

সবিস্তার আসছে...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.