Mamata Banerjee: রাজস্থানেও জয় শ্রীরাম! স্লোগান শুনেই থামল মুখ্যমন্ত্রী কনভয়...

চারদিনের সফরে এখন দিল্লিতে মুখ্যমন্ত্রী।  এদিন দিল্লি থেকেই রাজস্থানের পুষ্করে গিয়ে ব্রহ্মা মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। 

Updated By: Dec 6, 2022, 07:05 PM IST
Mamata Banerjee: রাজস্থানেও জয় শ্রীরাম! স্লোগান শুনেই থামল মুখ্যমন্ত্রী কনভয়...

জ্যোতির্ময় কর্মকার: রাজস্থানেও জয় শ্রীরাম! পুষ্করে ভিড়ের মাঝে স্লোগান শুনে থামল মুখ্যমন্ত্রীর কনভয়। এবার অবশ্য গাড়ি থেকে কোনও প্রতিক্রিয়া দেখালেন না মমতা। যাঁরা স্লোগান দিচ্ছিলেন, পুলিস ধরার আগেই পালিয়ে যান তাঁরা।

জি ২০ বৈঠকে যোগ দিতে চার দিনের সফরে দিল্লিতে মুখ্যমন্ত্রী। এদিন দিল্লি থেকে রাজস্থানের আজমেঢ় শরিফ ও পুষ্করে যান তিনি। আজমেঢ় শরিফে চাদর চড়ানোর পর, পুজো দেন পুষ্করের ব্রহ্মা মন্দিরে। সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমও।

আরও পড়ুন: G-20 presidency: মোদীর সঙ্গে বিগলিত কেজরি; উৎফুল্ল মমতা, ছবি দিয়ে তোপ রণবীরের

পু্স্করের ঘাটে পুজো দিয়ে তখন বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী। বস্তুত, গাড়িতে বসেও পড়েছিলেন তিনি। আচমকাই দুরে ভেসে আসে জয় শ্রীরাম স্লোগান! দেখা যায়, ভিড়ের মাঝে স্লোগান দিচ্ছেন কয়েকজন। সেদিকে অবশ্য ভ্রুক্ষেপ করেননি মমতা। সতর্ক ছিল রাজস্থান পুলিসও। যাঁরা স্লোগান দিচ্ছিলেন, তাঁদের ধরতে যান কর্তব্যরত পুলিসকর্মীরা। তার আগেই অবশ্য পালিয়ে যান স্লোগানদাতারা।

এর আগে, রাজ্যের বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান উঠেছিল। এমনকী, বিধানসভায় মুখ্যমন্ত্রী ভাষণের সময়েও 'জয় শ্রীরাম' স্লোগান স্লোগান দিয়েছিলেন বিজেপি বিধায়করা। পাল্টা 'জয় বাংলা' স্লোগান দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে সমাজবাদী পার্টি হয়ে প্রচার করেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। বারাণসীতে তাঁর গাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি কর্মীরা। তখনও 'জয় শ্রীরাম' স্লোগান উঠেছিল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.