ধর্ষণে মৃত্যুদণ্ডের দাবি জয়ললিতার

ধর্ষণ রুখতে রাজ্য হিসেবে আলাদা করে উদ্যোগী হল তামিলনাড়ু সরকার। ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদন্ডের দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। তিনি জানিয়েছেন, এজন্য তামিলনাড়ু সরকার কেন্দ্রের কাছে আবেদন জানাবে।

Updated By: Jan 1, 2013, 12:47 PM IST

ধর্ষণ রুখতে রাজ্য হিসেবে আলাদা করে উদ্যোগী হল তামিলনাড়ু সরকার। ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদন্ডের দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। তিনি জানিয়েছেন, এজন্য তামিলনাড়ু সরকার কেন্দ্রের কাছে আবেদন জানাবে।
একইসঙ্গে ধর্ষণ রুখতে রাজ্যে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এআই ডিএমকে সুপ্রিমো জানান, এখন থেকে তামিলনাড়ুতে ধর্ষণের মামলার বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে। এজন্য প্রতিটি জেলায় ফাস্টট্র্যাক কোর্টের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। মহিলাদের সাহায্যের জন্য বিশেষ হেল্পলাইনও খোলারও ঘোষণা করেন তিনি। নির্যাতিতা মহিলার যাবতীয় চিকিত্‍সার খরচও তামিলনাড়ু সরকার বহন করবে বলে জানিয়েছেন জয়ললিতা।

.