কিছুক্ষণ পরেই প্রকাশিত হবে জয়েন্ট মেনসের ফল

আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই জানা যাবে ফল। বুধবার প্রকাশিত হবে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এর জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন মেনসের ফলাফল। ফল জানা যাবে  jeemain.nic.in, cbseresults.nic.in ওয়েবসাইটে।

Updated By: Apr 27, 2016, 10:37 AM IST
কিছুক্ষণ পরেই প্রকাশিত হবে জয়েন্ট মেনসের ফল

ওয়েব ডেস্ক: আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই জানা যাবে ফল। বুধবার প্রকাশিত হবে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এর জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন মেনসের ফলাফল। ফল জানা যাবে  jeemain.nic.in, cbseresults.nic.in ওয়েবসাইটে।

রেজাল্ট জানতে কী কী করবেন-
১.  jeemain.nic.in, cbseresults.nic.in ওয়েবসাইট গুলির যেকোনও একটিতে ভিসিট করুন।
২. ক্লিক করুন JEE Main 2016 Results
৩. অ্যাপ্লিকেশন নম্বর, ডেট অব বার্থ এবং নাম এন্টার করুন।
৪. সাবমিট বাটনে ক্লিক করুন।
৫. স্ক্রিনে চলে আসবে আপনার রেজাল্ট। প্রিন্ট বাটনে ক্লিক করে মার্কশিট প্রিন্ট করে নিতে পারবেন।

সফল পরীক্ষার্থীরা নম্বরের ভিত্তিতে ভর্তি হতে পারবেন NIIT ও IIIT গুলিতে। এছাড়াও এরা সরাসরি বসতে পারবেন IIT-এর পরীক্ষায়। এবছর ১২ লক্ষ পরীক্ষার্থী জয়েন্ট পরীক্ষা দিয়েছেন।

.