কেজরিওয়ালের আইনজীবীর দায়িত্ব ছাড়লেন জেঠমালানি

Updated By: Jul 26, 2017, 05:55 PM IST
কেজরিওয়ালের আইনজীবীর দায়িত্ব ছাড়লেন জেঠমালানি

ওয়েব ডেস্ক: কেজরিওয়াল মিথ্যা বলছেন, তাঁর সঙ্গ ত্যাগ করেছি, জানালেন প্রবাদ প্রতিম আইনজ্ঞ রাম জেঠমালানি। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধানের বিরুদ্ধে কেবল 'অসত্য বচনে'র অভিযোগ আনেননি জেঠমালানি, পাশাপাশি বলেছেন, "ওঁর কোনও আইনজ্ঞের দরকার নেই, তাহলে কেন আমি ওঁর হয়ে লড়তে যাব। মামলা জমে নেই, কিন্তু আমি ঠিক করেছি আমি আর তাঁর সঙ্গে কাজ করব না"।

উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অরুণ জেটলির দায়ের করা মানহানির মামলায় কেজরির আইনজীবী হয়ে লড়ছিলেন শ্রী জেঠমালানি। কিন্তু শোনা যাচ্ছিল যে পারিশ্রমিক বাবদ জেঠমালানি আপ প্রধানের কাছ থেকে ২ কোটি টাকা পেতেন। আর এই আটকে থাকা পারিশ্রমিকের জন্য ক্ষুব্ধ ছিলেন প্রবীন আইনজ্ঞ। এর আগে জেটলির আপত্তিকর মন্তব্য আদালতে উল্লেখ করার জন্য জেঠমালানিকে নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেন দিল্লির মুখ্যমন্ত্রী। এই প্রক্ষিতে রাম জেঠমালানি বলেন কেজরি নিজে জেটলির নামে এর চেয়ে অনেক বেশি খারাপ শব্দ ব্যবহার করেছেন। আর তারপরে জেঠমালানির তরফে এই মন্তব্য।

.