Jharkhand: অবৈধ কয়লাখনিতে ধস ঝাড়খন্ডে, মৃত ৩
একজন প্রত্যক্ষদর্শীর মতে, শুক্রবার সকালে খনিটি যখন ধসে পড়ে তখন অনেক স্থানীয় গ্রামবাসী অবৈধ খনিতে কাজ করছিলেন। সিন্দ্রির ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিস (ডিএসপি), অভিষেক কুমা, বলেছেন যে উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্থদের সনাক্ত করার কাজ সম্পূর্ণ করার পরে নিহতদের সঠিক সংখ্যা এবং আটকে পড়া বা আহত হওয়া শ্রমিকের সংখ্যা জানা যাবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার ঝাড়খণ্ডের ভাওরা কোলিয়ারি এলাকায় একটি অবৈধ খনি ধসে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। বেআইনিভাবে এই খনিটিতে কাজ করা আরও অনেক শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে বলেও জানা গিয়েছে।
সকাল সাড়ে ১০টায় ঘটনাটি ঘটে
শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটেছে ভারত কোকিং কোল লিমিটেডের (BCCL) ভাওরা কোলিয়ারি এলাকায়। এটি রাজ্যের রাজধানী রাঁচি থেকে ১৫০ কিলোমিটার দূরে।
At least three dead, many feared trapped in illegal coal mine collapse in Jharkhand's Dhanbad. pic.twitter.com/yqlNIZIHFN
— Press Trust of India (@PTI_News) June 9, 2023
আরও পড়ুন: Coromandel Express Accident: অশরীরীর ভয়! বাহানাগার 'মর্গ' স্কুলে ফিরতে চাইছেনা পড়ুয়ারা
উদ্ধার অভিযান চলছে
সিন্দ্রির ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিস (ডিএসপি), অভিষেক কুমা, বলেছেন যে উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্থদের সনাক্ত করার কাজ সম্পূর্ণ করার পরে নিহতদের সঠিক সংখ্যা এবং আটকে পড়া বা আহত হওয়া শ্রমিকের সংখ্যা জানা যাবে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, খনিটি যখন ধ্বসে পড়ে তখন অনেক গ্রামবাসী সেখানে কাজ করছিলেন
একজন প্রত্যক্ষদর্শীর মতে, শুক্রবার সকালে খনিটি যখন ধসে পড়ে তখন অনেক স্থানীয় গ্রামবাসী সেই অবৈধ খনির ভতরে কাজ করছিল।
তিনজনকে মৃত ঘোষণা করা হয়
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ‘স্থানীয়দের সহায়তায়, তিনজনকে ধ্বংসস্তূপ থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন’। উদ্ধার অভিযান চলছে এবং কতজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে বা কতজন আটকা পড়েছে তা স্পষ্ট নয়।