ধোনির শহরে 'ছক্কা' হাঁকালেন মোদী, জনতার কাছে কংগ্রেসকে আউটের আবেদনও করলেন
একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ঘেরা জনসভায় দাঁড়িয়ে বললেন, ঝড়খণ্ডে কয়লা আছে কিন্তু বিদ্যুত নেই। বললেন ঝাড়খণ্ড গোটা দেশকে বিদ্যুতের জোগান দেয় অথচ নিজেরাই অন্ধকারে থাকেন। কারণ এখানে প্রশাসনের কোন কাজের নীতি নেই।
মহেন্দ্র সিং ধোনির শহরে হিসাবেই পরিচিত ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। সেই রাঁচিতে জনসভায় মাতিয়ে দিলেন নরেন্দ্র মোদী। কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগার পরিমান বাড়িয়ে দিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মোদী আবদারের ঢঙে বললেন, ধোনির রাজ্যে ১৪টি লোকসভা কেন্দ্রেই যেন বিজেপি প্রার্থীরা জেতেন। সঙ্গে টেনে আনলেন ঝাড়খণ্ডের উন্নয়নে পিছিয়ে থাকার প্রসঙ্গ। আনলেন অটল বিহারী বাজপেয়ীর কথা।
একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ঘেরা জনসভায় দাঁড়িয়ে বললেন, ঝড়খণ্ডে কয়লা আছে কিন্তু বিদ্যুত নেই। বললেন ঝাড়খণ্ড গোটা দেশকে বিদ্যুতের জোগান দেয় অথচ নিজেরাই অন্ধকারে থাকেন। কারণ এখানে প্রশাসনের কোন কাজের নীতি নেই।
জনসভায় প্রচুর মানুষের উপস্থিতি দেখে মোদী বললেন, আজ ইতিহাস হল। পরিষ্কার দেখতে পাচ্ছি ২০১৪ লোকসভা ভোটে মানুষ উন্নয়েনর স্বার্থে বিজেপিকে ভোট দেবে।
ঝাড়খণ্ডকে নিয়ে টুইটারে যা লিখলেন মোদী-
For 50 long years, Congress ignored the voice of Jharkhand`s people. It was Atal ji who heard people`s voice & created a separate state.