ঘরে মাংস রান্না করছিলেন গৃহবধূ, আচমকাই জঙ্গলে টেনে নিয়ে গেল চিতবাঘ

বিষয়টি স্বীকার করেছে বন দফতর। বলা হয়েছে একটি চিতাবাঘই মেরেছে কলসিয়াকে

Updated By: Dec 11, 2019, 03:34 PM IST
ঘরে মাংস রান্না করছিলেন গৃহবধূ, আচমকাই জঙ্গলে টেনে নিয়ে গেল চিতবাঘ

নিজস্ব প্রতিবেদন: জঙ্গলঘেঁসা ঘরে বসে মাংস রান্না করছিলেন গৃহবধূ। সেই গন্ধই টেনে আনল বাঘকে!  জঙ্গলে টেনে নিয়ে গেল ওই মহিলাকে। মর্মান্তির এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রামকান্দা থানায় বেতলা ব্যাঘ্র সংরক্ষণ এলাকা সংলগ্ন এক গ্রামে।

আরও পড়ুন-দেশের প্রকৃত নাগরিকদের দেশ কেড়ে নেবে নাগরিকত্ব বিল, রাজ্যসভায় অমিত শাহকে নিশানা ডেরেকের

রামকান্দার কুশওয়ার গ্রামে নিজের কুঁড়ে ঘরে থাকতেন কলসিয়া দেবী। বাড়ির আসপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটি ঘর। এলাকাবাসীর দাবি পাশেই ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প থাকায় প্রায়ই গ্রামে বাঘ সহ অন্যান্য জন্তুর ডাক শুনতে পেতেন তাঁরা।  এলাকার কিছু লোক বন্য জন্তু আক্রমণে মারাও গিয়েছে বলেও শুনেছেন তাঁরা।  তারপরেও গ্রাম ছাড়েননি তাঁরা।

মঙ্গলবার নিজের ঘরে মাংস রান্না করছিলেন কলসিয়া দেবী।  মাংসের গন্ধ পেয়েই কলসিয়ার ঘরে হানা দেয় বাঘ। তাঁকে সামনে পেয়ে ঘাড়ে ধরে তুলে নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে শার্দুল।  কলসিয়া দেবীর চিত্কার শুনে জড়ো হয় পাড়ার লোকজন। ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে।

আরও পড়ুন-বাংলাদেশে সংখ্যালঘুদের কখনও হত্যা, কখনও ধর্মান্তরিত করা হয়েছে, রাজ্যসভায় বিস্ফোরক শাহ

পাড়ার লোকজন বেরিয়ে এসে দেখেন কলসীয়া দেবীকে টেনে নিয়ে চলে যাচ্ছে বাঘ।  পরে জঙ্গলের মধ্যে তাঁর দেহাংশ পড়ে থাকতে দেখেন তাঁরা। এমনকি  কলসিয়ার ঘরে ফিরে দেখেন পড়ে রয়েছে মাংস-রক্ত।  বিষয়টি স্বীকার করেছে বন দফতর। বলা হয়েছে একটি চিতাবাঘই মেরেছে কলসিয়াকে।

 

.