জম্মু-কাশ্মীরে সেনা ছাউনিতে জঙ্গি হামলায় শহিদ ৬ জওয়ান
সুঞ্জান সেনা ছাউনিতে সেনা-জঙ্গি গুলির লড়াই। শহিদ হলেন ৬ জওয়ান।
নিজস্ব প্রতিবেদন: উরির হামলার স্মৃতি ফিরে এল জম্মু-কাশ্মীরে সুঞ্জান সেনা ছাউনিতে। জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন আরও ৪ জন। এনিয়ে শহিদ হলেন ৬ জওয়ান। মৃত্যু হয়েছে এক স্থানীয় বাসিন্দারও। এখনও পর্যন্ত ৪ জঙ্গিকে খতম করেছে সেনা।
শনিবার ভোরে ৩৬ ব্রিগেডের সেনা ছাউনিতে হামলা চালায় লস্কর-ই-মহম্মদের জঙ্গিরা। গুলিবিদ্ধ হয়ে শহিদ হন ২ জওয়ান। তাঁদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার। ছাউনির ভিতর সেনা আবাসে লুকিয়ে পড়ে জঙ্গিরা। রাতে অভিযান বন্ধ রেখে জওয়ানদের পরিবারের সদস্যদের বের করে আনা হয়। জম্মু-কাশ্মীরে উচ্চপর্যায়ের সতর্কতা জারি হয়েছে। গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সংসদ হামলার চক্রী আফজল গুরুর ফাঁসির বার্ষিকী। বদলা নিতে হামলা চালিয়েছে জঙ্গিরা।
জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী নির্মল সিং জানান, ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সাহস নেই পাকিস্তানের। কাপুরুষের মত সাধারণ মানুষকে নিশানা করছে তারা।
আরও পড়ুন- শ্রীনগর জেল থেকে লস্কর জঙ্গি ফেরার হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ রাজ্য সরকারের