ভূস্বর্গে বন্যা: খুলে দেওয়া হল জম্মু- শ্রীনগর হাইওয়ে
মঙ্গলবার সকালে খুলে দেওয়া হল জম্মু-শ্রীনগর হাইওয়ে। ১৩ দিন বন্ধ থাকার পর খুলল সড়ক পথ। বন্যার জল ও ধসের জেরে ব্যপক ভাবে ক্ষতি হয়েছিল হাইওয়ের বিভিন্ন অংশ। বন্ধ হয়ে ছিল যান চলাচল।
শ্রীনগর: মঙ্গলবার সকালে খুলে দেওয়া হল জম্মু-শ্রীনগর হাইওয়ে। ১৩ দিন বন্ধ থাকার পর খুলল সড়ক পথ। বন্যার জল ও ধসের জেরে ব্যপক ভাবে ক্ষতি হয়েছিল হাইওয়ের বিভিন্ন অংশ। বন্ধ হয়ে ছিল যান চলাচল।
কাশ্মীরের লাইফ লাইন নামে পরিচত এই হাইওয়ে সীমা সুরক্ষা বাহিনীর যুদ্ধকালীন তৎপরতায় খুলে দেওয়া হল। রাস্তা মেরামতে সাহায্য করেন সেনার ইঞ্জিনিয়রাও। গতকালই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বন্যা প্রভাবিত কাশ্মীরে শেষ মানুষটির কাছেও উদ্ধার সামগ্রী পৌঁছে দিতে হবে। জাতীয় সড়ক খুলে দেওয়ার পর উদ্ধার সামগ্রী সড়ক পথেই পৌঁছে দেওয়া যাবে বলে জানিয়েছে সেনা আধিকারিকরা।