তিন রাজ্যে বড় ধাক্কা খেল বিজেপি, মোদী গড়েও চিড় ধরালো কংগ্রেস

৯টি রাজ্যের মোট ৩২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটের ফলাফল ঘোষিত হল।

Updated By: Sep 16, 2014, 12:36 PM IST

ওয়েব ডেস্ক: ৯টি রাজ্যের মোট ৩২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটের ফলাফল ঘোষিত হল। সেগুলিই এক নজরে-

উত্তরপ্রদেশ (১১)
এসপি-৮, বিজেপি-৩

লোকসভা নির্বাচনে এই রাজ্যে ঐতিহাসিক জয়ের চার মস বিধানসভা উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি। ১১টি আসনের মধ্যে বিজেপি জিতল ৩টিতে। অথচ লোকসভা নির্বাচনে এই ১১টি আসনের মধ্যে ১০টিতেই এগিয়ে ছিল নরেন্দ্র মোদীর দল। দারুণ ফল করল চাপে থাকা শাসক দল সমাজবাদি পার্টি। অখিলেশ যাদবের এসপি জিতল ৮টি আসনে।
---------------------

গুজরাট (৯)
বিজেপি-৭, কংগ্রেস-৩

চার মাস আগে লোকসভা নির্বাচনে রাজ্যের সব লোকসভা আসনে জেতার পর, বিধানসভা নির্বাচনে কিছুটা ধাক্কা খেল বিজেপি। মোদীর রাজ্যে ৯টি আসনের মধ্যে ৭টি জিতল বিজেপি। ২টিতে জিতল কংগ্রেস।
-------------

রাজস্থান (৪)
কংগ্রেস-৩, বিজেপি-১

লোকসভা নির্বাচনে ২৫টার মধ্যে ২৫টা আসনেই এই রাজ্যে জিতেছিল বিজেপি। চার মাসের মধ্যে গেরুয়া ঝড় ম্লান হয়ে গেল। রাজস্থানে বড়সড় ধাক্কা খেল বিজেপি। ৪টির মধ্যে ৩টি জিতল কংগ্রেস, ১টিতে জিতল বিজেপি। লোকসভা নির্বাচনে এই চারটি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে ছিল বিজেপি।
---------------
অসম (৩)
বিজেপি-১,কংগ্রেস-১,এআইইউডিএফ-১

অসমে পদ্মফুল ফুটল।
------------
ত্রিপুরা (১)
সিপিআইএম-১
মানিক সরকারের রাজ্যে লাল দুর্গে অটুট থাকল।
-------------------
পশ্চিমবঙ্গ (২)
তৃণমূল-১, বিজেপি-১
রাজ্য বিধানসভায় খাতা খুলল বিজেপি। তৃণমূল একটি আসন ধরে রাখল। লোকসভা নির্বাচনে এই দুটি কেন্দ্রেই তৃণমূল পিছিয়ে ছিল।
-------------
মোট আসন-৩২
বিজেপি-১৪ (-১২)*
এসপি-৮ (+৭)*
কংগ্রেস-৬ (+৪)*
অন্যান্য-৪ (+১)*
(*লোকসভা নির্বাচন ২০১৪ নিরিখে)
--------------

 

.