কাশ্মীরে আটক বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক

শুক্রবার রাতে তাঁর বাসভবন থেকে আটক মালিককে আটক করা হয়

Updated By: Feb 23, 2019, 11:12 AM IST
কাশ্মীরে আটক বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক

নিজস্ব প্রতিবেদন: উপত্যকার ১৮ ছোটবড় বিচ্ছিন্নতাবাদী নেতার সরকারি নিরাপত্তা তুলে নেওয়ার পর এবার আরও কড়া পদক্ষেপ নিল প্রশাসন। আটক করা হল জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিককে।

আরও পড়ুন-'গ্রে' থেকে 'কালো' তালিকাভূক্তির পথে পাকিস্তান, সতর্ক করল FATF 

শুক্রবার রাতে তাঁর বাসভবন থেকে আটক মালিককে আটক করা হয়। ইয়াসিন মালিক ছাড়াও কশ্মীরের একাধিক জামাত-ই-ইসলামি নেতাকেও আটক করা হয়। সূত্রের খবর, উপত্যকায় জোরদার তল্লাশির জন্য পুলিস ও আধাসেনাকে তৈরি থাকতে বলা হয়েছে। এর জন্য উপত্যকায় আধা সেনা পাঠানো শুরু হয়েছে।

আরও পড়ুন-ভাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের সদর দফতরের দখল নিল পাক সরকার

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জইশ জঙ্গিদের আত্মঘাতী হামলার পর জঙ্গি দমনে বেশকিছু ব্যবস্থা নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে উপত্যকার নেতাদের সরকার নিরাপত্তা তুলে নেওয়া।

এদিকে, বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দজ আলি শাহ গিলানি, মীরওয়াইজ উমর ফারুকের ওপরেও নজর রাখা হয়েছে।
 

.