ওঁকে অপেক্ষা করতে বলেছিলাম, কংগ্রেসে থাকলে CM হতে পারতেন Jyotiraditya: Rahul

গত বছর মার্চ মাসে বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর সঙ্গে দল ছাড়েন তাঁর অনুগামী ২২ বিধায়ক

Updated By: Mar 8, 2021, 09:29 PM IST
ওঁকে অপেক্ষা করতে বলেছিলাম, কংগ্রেসে থাকলে CM হতে পারতেন Jyotiraditya: Rahul

নিজস্ব প্রতিবেদন: বহু দিন পর মধ্যপ্রদেশের প্রাক্তন কংগ্রেস নেতা জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস নেতার দাবি, বিজেপি ওঁকে কখনওই মুখ্যমন্ত্রী করবে না। উনি যদি কংগ্রেস থাকতেন তাহলে মুখ্যমন্ত্রী হতে পারতেন। এর জন্য ওঁর অপেক্ষা করা উচিত ছিল।

আরও পড়ুন-অল্পের জন্য রক্ষা, G T Road-এ দুর্ঘটনার কবলে ফুটবলার Rahim Nabi-র গাড়ি

সোমবার যুব কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধী(Rahul Gandhi) বলেন, জ্যোতিরাদিত্যকে(Jyotiraditya Scindia)  বলেছিলাম মুখ্যমন্ত্রীর হওয়ার জন্য অপেক্ষা করতে।  তুমি নিশ্চই সিএম হবে। কিন্তু উনি বিজেপিতে(BJP) যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। ওর জেনে রাখা উচিত, বিজেপি কখনও ওকে মুখ্যমন্ত্রী করবে না।

উল্লেখ্য, গত বছর মার্চ মাসে বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর সঙ্গে দল ছাড়েন তাঁর অনুগামী ২২ বিধায়ক। ফলে পড়ে যায়  কমলনাথের(Kamal Nath) সরকার।  মুখ্যমন্ত্রী হন বিজেপি শিবরাজ সিং চৌহান।

আরও পড়ুন-ভোটের আগে BJP-তে মেলা যোগদান, দলবদল ৫ TMC বিধায়কের 

সংবাদমাধ্যম সূত্রে খবর, রাহুল গান্ধী দলের নেতাদের উদ্দেশ্য এদিন আরও বলেন, লিখে রাখুন ওকে  কখনওই মুখ্যমন্ত্রী করবে না বিজেপি। মুখ্যমন্ত্রী হতে ওকে কংগ্রেসই আসতে হবে। তবে উনি ব্যাক বেঞ্চার হয়ে গিয়েছেন।

.