তামিলনাডু বিধানসভায় আস্থা ভোটে জয়ী পালানিস্বামী
বিতর্ক, জল্পনা, অভিযোগ, পাল্টা-অভিযোগ! অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করলেন ই কে পালানিস্বামী। বিধানসভায় আস্থাভোটে তাঁর পক্ষেই ভোট বেশী পড়ে।
ওয়েব ডেস্ক : বিতর্ক, জল্পনা, অভিযোগ, পাল্টা-অভিযোগ! অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করলেন ই কে পালানিস্বামী। বিধানসভায় আস্থাভোটে তাঁর পক্ষেই ভোট বেশী পড়ে।
২৩৫ আসনের তামিলনাডু বিধানসভায় আস্থাভোটে জেতার জন্য দরকার ছিল ১১৭ জন বিধায়কের সমর্থন। সেখানে শশীকলা অনুগামী পালানিস্বামীর পক্ষে যায় ১২২টি ভোট।
আরও পড়ুন- স্পিকারের মাইক কেড়ে, চেয়ার ভেঙে, আস্থা ভোটে ধুন্ধুমার তামিলনাড়ু বিধানসভা
প্রসঙ্গত পালানিস্বামী গোষ্ঠীর এই জয়ের ফলে, তামিলনাডুতে তৈরি হয় রাজনৈতিক অচলাবস্থার অবসান হল বলে মনে করা হচ্ছে।
আজ সকাল থেকেই এই আস্থা ভোটকে কেন্দ্র করে বিধানসভার পরিস্থিতি ছিল উত্তপ্ত। গোপন ব্যালটে ভোট চেয়ে প্রথম থেকেই আজ সুর চড়ান বিরোধী DMK বিধায়করা। তাতে রাজি হননি স্পিকার। শুরু হয় ধুন্ধুমার। স্পিকারের মাইক কেড়ে নেওয়া হয়। তাঁর চেয়ারে গিয়েও বসে পড়েন DMK বিধায়ক কুকুসেলভম। স্পিকারের অভিযোগ, DMK বিধায়করা তাঁকে নিগ্রহ করেছেন। বিধানসভা পুলিস ডেকে DMK বিধায়কদের বের করে দেন স্পিকার।
এদিকে, আজকের ঘটনায় বিধানসভা থেকে কংগ্রেসও ওয়াকআউট করে।